বন্দর প্রতিনিধিঃ
বন্দরে ব্যবসায়ী বিরোধের জের ধরে মোস্তাফিজুর রহমান (৩৭) নামে এক বেকারী ব্যবসায়ীকে বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে তারেই ব্যবসায়ী র্পাটনার মুকিতসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ওই সময় হামলাকারিরা কুশিয়ারাস্থ ফ্রেন্ডস ফুড প্রোডাক্টসে ব্যাপক ভাংচুর চালিয়ে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে নগদ ৬২ হাজার ৫’শ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। সন্ত্রাসী হামলায় আহত বেকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বন্দর থানার কদম রসুল এলাকার মৃত এ এফ এম আব্দুর রহমান মিয়ার ছেলে। এ ব্যাপারে উল্লেখিত ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা গ্রহন করে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যবসায়ী র্পাটনার মুকিতসহ অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। হামলাকারি ব্যবসায়ী র্পাটনার মুকিত বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ গোলাম আসাদ রোড এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯