আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:১৮

সিদ্ধিরগঞ্জে ছিনতাই মামলায় ৪জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১৫ অক্টোবর, ২০২৪ | ৯:০৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে ট্রাকের হেলপারকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কৃষক দলের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মৃত বদুইর রহমান ওরফে কানা বদুর ছেলে মো: রুবেল (৩৪), মৃত নুরু উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা (২২), তারজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম সুজন (৪১) ও নুরু উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৪১)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জের ওমরপুর (হারানো পুকুরপাড়) এলাকায়। মঙ্গলবার দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরআগে সোমবার (১৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। এদিকে মারধরের শিকার ট্রাকের হেলপার নুর হোসেন বাদী হয়ে তাদের ব্রিুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।  গ্রেপ্তারকৃতদের মধ্যে মধ্যে মো: রুবেল ৫নং ওয়ার্ড কৃষকদল কর্মী, জুয়েল রানা ৫নং ওয়ার্ড কৃষকদলের কোষাধ্যক্ষ, সাদিকুল ইসলাম সুজন ৫নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং মো: সোহেল রানা ৫নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক। মামলায় নুর হোসেন উল্লেখ করে, জনৈক হাসানের সঙ্গে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে সে। সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় চারতলা মোহর চাঁন প্রধানের বাড়ির সামনে তাদের ট্রাক বিকল হয়ে যায়। এরপর ২/৩ দিন ধরে সেখানে ট্রাকটি (ঢাকা-মেট্টো-ট-১৮২৭৭১) পার্কিং করা ছিল। নুর হোসেন ট্রাকের ভেতর ঘুমায় পাহারার জন্য। রোববার রাত পৌনে ১২টা দিকে ছিনতাইকারী রুবেল ও জুয়েল রানা ট্রাকের ভেতর ঘুমিয়ে থাকা নুর হোসেনকে ডেকে তোলে। কিছু বুঝে উঠার আগেই রুবেল তাকে ঝাপটে ধরে এবং জুয়েল রানা সিটের পিছনে থাকা ব্যাগ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপর ছিনতাইকারী সাদেকুল ইসলাম সুজন চালকের সিটের সামনে ড্রয়ারে থাকা চালক হাসানের ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র, মানিব্যাগ ও ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে যায়। পরে হেলপার নুর হোসেনকে লোহার পাইপ দিয়ে এলোপাথারী মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়।‌ র‍্যাব-১১ জানায়, ভুক্তভোগী নুর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে ছিনতাইকারী মো: রুবেল মো: জুয়েল রানা, মো: সোহেল রানা ও সাদেকুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ একটি টিম। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। পরস্পর যোগাসাজসে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে আসছে তারা। গ্রেপ্তারকৃতরা নুর হোসেনের কাছ থেকে মোবাইল, ১২ হাজার টাকা সহ অন্যান্য জিনিস ছিনতাইয়ে কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ও ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা তারা খরচ করে ফেলেছে। উদ্ধারকৃত একটি মোবাইল অন্য আরেক জায়গা থেকে ছিনতাই করেছে তারা। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আল মামুন জানান, ৪ ছিনতাইকারীকে আটক করে র‍্যাব থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওদিকে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব এসএইচ মুন্না দাবি করেন, আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কৃষকদলের কেউ নন। তাই তাদের কর্মকান্ডের দায়ভার কৃষকদলের নয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা