ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ‘পাগলা হামিদ’ গ্রেপ্তার হয়েছে। শুক্রবার গভীর রাতে ফতুল্লা এলাকায় পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এই সন্ত্রাসীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। পাগলা হামিদ নামে পরিচিত এই সন্ত্রাসী নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গার্মেন্টস শিল্পে অসন্তোষ, জুট ব্যবসা, এবং ছাত্র আন্দোলনে গুলিবর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, সরকার পরিবর্তনের পর থেকে তিনি গোপনে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকেও তার অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে, সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ দল পাগলা হামিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সফল হয়। অভিযান শেষে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, পাগলা হামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছয়টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুন, চাঁদাবাজি, এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ। এছাড়া স্থানীয় গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির পেছনেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এদিকে, পাগলা হামিদের গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে। আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত এই সন্ত্রাসীর গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেছে যে, এই গ্রেপ্তারের মাধ্যমে নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে কমবে এবং জনগণের নিরাপত্তা বাড়বে। স্থানীয়রা যৌথ অভিযানের প্রশংসা করে বলেছেন, দীর্ঘদিন ধরেই পাগলা হামিদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে বলে অনেকেই মনে করছেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯