ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে স্বেচ্ছাসেবীদের জন্য বরাদ্দ আসা অর্থ আত্মসাতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে তাগাদা দিয়েছে সিটি করপোরেশনের কর্মকর্তারা। জড়িতদের বিষয়ে সঠিক তথ্য প্রদানের জন্যেও পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাই পেয়েছেন এই মেসেজ। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই এই প্রতিবেদন জমা হতে পারে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে। গত দেড় মাসের বেশী সময় ধরে এনিয়ে চলা অচলাবস্থা দ্রুত সমাধান চেয়েছেন খোদ আন্দোলনকারী কর্মীরা। শুরুতে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীর সামনে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও পরবর্তীতে ক্ষমতার পালাবদলের পর কিছুটা বাকা পথ বেছে নেন তারা। কর্মকর্তাদের চাপের মুখে ফেলে বের করে আনেন আসল তথ্য। যেখানে দেখা যায় অর্থ বরাদ্দ ও বিতরণে নয়ছয়ের চিত্র। ইতোমধ্যে এসব খবর গণমাধ্যমে প্রকাশিত হবার পর নড়েচড়ে বসেছেন কর্মকর্তারা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সমাধানের চেষ্টাও করছেন তারা। সিটি করপোরেশনের অভ্যন্তরীন সূত্র জানায়, ‘সিটি করপোরেশনের দায়িত্ব থেকে মেয়র আইভী অপসারনের কারণেই তৈরী হয়েছে অচলাবস্থা। তিনি স্বদায়িত্বে থাকলে অনেক আগেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা কিংবা সমাধানের পথ তৈরী হয়ে যেত। কিন্তু তার অনুপস্থিতির কারণে কেউ ভেবেছেন বিষয়টি এড়িয়ে যাবেন, আবার আন্দোলনকারীরা সুযোগ খুঁজেছে দাবী আদায়ের। তাই পুরো শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই অনিয়মের খবর।’ এদিকে অনিয়মের খবর জানাজানি হতে সিটি করপোরেশনের অধিকাংশ কর্মকর্তারাই চেয়েছেন সুষ্ঠু তদন্ত। কেউ অপরাধী শনাক্ত হলে তার বিচারও দাবী করেছেন কেউ কেউ। স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত নন এমন একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘অনেকদিন ধরেই এই সমস্যা চলছিলো। ভলেন্টিয়াররা শুধু যে স্বাস্থ্য বিভাগেই কাজ করে এমন নয়। তাদের কেউ কেউ অন্যান্য বিভাগেও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। ফলে এই খবর আমরা অনেক আগে থেকেই জানি। কর্মকর্তাদের গাফলতির কারণেই আজকে এই অবস্থা। এই টাকা স্বচ্ছতার সাথে বন্টন করা উচিত ছিলো। লুকোচুরির কারণে সিটি করপোরেশনের পুরো স্বাস্থ্য বিভাগেই এখন বিপাকে।’ আন্দোলনরত কর্মীদের মাধ্যমে জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জ শহরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন ৪০ জন কর্মী। তাদের কাজের মেয়াদ শেষ হয় ২০২৩ সালের নভেম্বরে। এর মধ্যে একেকজন কর্মী একেক পরিমাণ মজুরি পেয়েছেন। কর্মরত স্বেচ্ছাসেবীদের জানানো হয়েছে, বরাদ্দ এলে বুঝিয়ে দেয়া হবে মজুরী। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন কতটাকা কোন খাতে বরাদ্দ এসেছে তা স্পষ্ট করে জানানো হচ্ছে না, সম্প্রতি নথি প্রকাশ করার পরে দেখা গেছে সাক্ষর জালিয়াতি ও নামে বেনামে টাকা সরিয়ে নেয়া হয়েছে। এনিয়ে আরও ক্ষুব্ধ হয়েছেন তারা। নাসিকের স্বাস্থ্য বিভাগের কাছে দ্রুত সমাধান চেয়েছেন। যদিও এসব অভিযোগ উঠার পর থেকে আত্মপক্ষ সমর্থন করে উল্টো ষড়যন্ত্রের কথা বলে আসছেন অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. মোস্তফা আলী। তার দাবী, বর্তমান সিটি করপোরেশনে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. নাফিয়ার কারনেই আন্দোলনকারীরা মিথ্যা অভিযোগ তুলে তাকে হেনস্থা করতে চাইছে। কোন প্রকার দুর্নীতির সাথে তার কোন সম্পৃক্ততা নেই।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯