ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে রফিকুল ইসলাম (২৪) নামে যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জে আদালতে নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, কোর্ট থেকে সুফিয়া বেগমের দায়ের করা মামলার আদেশ এসেছে। মামলায় ১০৭ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আসামি ১০০ থেকে ২০০ জন রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মামলায় অন্যান্য আসামিরা হলেন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য দিদার হোসেন রিজবী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামসহ অনেকে। মামলায় সুফিয়া বেগম অভিযোগ করেন, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে হীরাঝিল ছাত্র- জনতার আন্দোলন চলাকালীন সময়ে আসামিদের গুলিতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল হাসপাতালে রেফারেন্স করে। এরপর গুরুতর আহত অবস্থায় সেখানে পৌঁছালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯