আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৫:৫৮

আলীগঞ্জে শান্তর মাদকের রমরমা বাণিজ্য

ডান্ডিবার্তা | ১৭ অক্টোবর, ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতন হলে পুলিশের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে য়াওযাতে  অস্ত্র মামলার আসামি আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা মগা ফারুকের নিয়ন্ত্রণে ফতুল্লার আলীগঞ্জে শান্ত ওরফে সোর্স শান্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় বহন করে ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকার সুযোগ নিয়ে প্রশাসনের নাকের ডগায় কোন প্রকার গোপনীয়তা অবলম্বন না করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে বেচা-কেনা করছে ইয়াবা,গাজা ও মরণ নেশা হেরোইন।এ মন কি অন্যান্য মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও প্রশাসনের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। একের পর এক দু:সাহসিক ঘটনা ঘটিয়ে প্রশাসনের সোর্স বিদায় রক্ষা পেয়ে যেন সোর্স শান্ত আইনের উর্ধে। আর ফতুল্লার আলীগঞ্জসহ আশপাশ এলকায় নির্বিঘ্নে করে আসছে মাদক ব্যবসা। স্থানীয়দের একাধিক তথ্য মতে, শান্ত ওরফে সোর্স শান্ত কোন কিছুর তোয়াক্কা না করে আলীগঞ্জ রেললাইন থেকে জোড়পুল পর্যন্ত আশপাশ এলাকায় দেদারছে প্রকাশ্যে বিক্রি করে আসছে মরণ নেশা হেরোইন, ইয়াবা ও গাঁজা। তার নিয়ন্ত্রনে রয়েছে এক ডজনের ও বেশী সেলস্যম্যান। আলীগঞ্জ ও জোড়পুলের স্থানীয় কিছু নেতাদের যোগসাজশে মাদক ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শ্রমিকলীগ নেতা কাউসার আহম্দে পলাশের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে স্থানীয়দের মাঝে প্রভাব বিস্তার করে থাকেন মাদক ডিলার শান্ত ওরফে সোর্স শান্ত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার রয়েছে ফতুল্লা মডেল থানায়। এলাকাবাসী সূত্রে আরো জানা যায় , অন্য দিকে আবার শ্রমিক লীগের মিছিল মিটিং কাউসার আহমেদ পলাশের সাথে দেখা গেছে মগা ফারুক ও সোর্স শান্ত কে। তাই এলাকার মানুষ ভয়ে কিছু বলার সাহস পায় না। আন কেউ কিছু বলতে গেলে তার উপর নেমে আসে নির্মম ভয়াবহতা ওল্টো তাদের মারধর করতে তেরে আসে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার ভয়ও দেখায়। এমন কি রাত হলেই অস্ত্র ঠেকিয়ে নিরীহ পথচারীদের কাছ থেকে টাকা,মোবাইল ও লুট করে নিয়ে যায় শান্ত বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক আলীগঞ্জের বেশ কয়েকজন জানায়, আগে না হয় প্রশাসন কাউসার আহমেদ পলাশের কারনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনিহা প্রকাশ করতো তাই তারা প্রকাশ্যে মাদক বেচা কেনা করতো, কেউ তাদের কিছু বলতে গেলে পুলিশ দিয়ে নানা রকম হয়রানি করতো। কিন্তু এখন তো আর পলাশের কোন ক্ষমতা নাই তা হলে কেনো তাদেও বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এখন ফারুক ও শান্তর ক্ষমতা আরো বেশি বেড়ে গেছে আগে পলাশের সময় অপরাধের মাত্রা একটু কম ছিলো, আর এখন মনে হচ্ছে নতুন করে তাই দেশ স্বাধীন করেছে ্্এ জন্য আগের তুলনায় এখন আরো অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়ে যাকে খুশি তাকেই মারধর করছে রাস্তা দাড়িয়ে চাকু ছুরি ঠেকিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা স্বর্ন অলংকার। প্রতিনিয়ত সোর্স শান্ত অপকর্ম নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে কিন্তু আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সোর্স শান্তর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছেনা। মাদক ব্যবসায়ীদের হাত থেকে আলীগঞ্জ এলাকাকে মাদক মুক্ত করতে অস্ত্র মামলার আসামি শ্রমিকলীগ নেতা মগা ফারুক ও মাদক ডিলার শান্ত ওরফে সোর্স শান্তকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেছে আলীগঞ্জবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা