ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মারুফ (১৯) নামে এক লম্পটকে এলাকাবাসি আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটককৃত মারুফ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন গোদগাঁও এলাকার ডাক্তার আলীর ছেলে। মারুফ পেশায় দিন মজুর। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, উপজেলার ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাসায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির ভাড়াটিয়া লম্পট মারুফ শিশুটিকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তারা ঘরের ভেতর থেকে লম্পট মারুফকে আটক করে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসি আটককৃতকে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ওসি আরও জানান, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসহ মেডিকেল পরীক্ষা করানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯