ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জে জেলা ও মহানগর হেফাজত ইসলামের নতুন কমিটি স্থগিত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা এই স্থগিত করেন। সেই সাথে এই কমিটি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে। হেফাজত ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির বলেন, আমাকে কেন্দ্র থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে কমিটি হয়েছে এটা স্থগিত। হেফাজতের মহাসচিব এবং কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব উনারা নারায়ণগঞ্জে আসবেন। এতটুকু আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে। উনারা এসে সিদ্ধান্ত দিবেন। সেই সাথে যে কমিটি ঘোষণা হয়েছিলো এটা স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা হেফাজত ইসলামের নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে স্থান পাওয়া মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, কমিটি স্থগিত বা বাতিল করা হয়নি। এসব মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটিই রয়েছে। এর আগে গত ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদের দ্বিতীয় তলায় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়। হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি হিসেবে রয়েছেন মুফতি মনির হোসাই কাসেমী এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবিএম সিরাজুল মামুন। সেই সাথে মহানগর হেফাজত ইসলামের কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশদি ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা মীর আহমাদুল্লাহ। এরই মধ্যে হেফাজতের জেলা কমিটি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সিরাজুল মামুন। তিনি সম্পাদকের পদে থাকবেন না জানিয়েছেন। কিন্তু এই কমিটি ঘোষণার পরপরই হেফাজত ইসলামের অপর অংশের নেতাকর্মীদের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা এই কমিটিকে মেনে নিবেন না বলে বিভিন্নভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। সেই সাথে অনেকেই পদত্যাগের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিকেলে শহরের উকিলপাড়া মসজিদের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে হেফাজতের একটি অংশের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আর এই মতবিনিময় সভা থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে প্রত্যাখানের ঘোষণা দেয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখান করলাম। নারায়ণগঞ্জবাসী এই কমিটি মানে না মানতে পারে না। বিতর্কিত লোকদের নিয়ে এই কমিটি হতে পারে না। তার আগে গত ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের মিছিলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিলো। এদিন জুমআর নামাজের পর শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রায় মিনিট দশেক ধরে হেফাজতের নেতাকর্মীদের মধ্যে হৈ চৈ ও হাতাহাতি চলে। পরে সিনিয়ররা নেতারা বার বার অনুরোধ করলে থামে। তবে পণ্ড হয়ে যায় পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল। পরবর্তীতে অপর একটি গ্রুপ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আর এসকল বিষয় সমাধান না করেই এবার নতুন করে কমিটি ঘোষণা করা হয়েছে। যার কারণে নতুন কমিটি নিয়ে নারায়ণগঞ্জে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯