আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১২:৩৯

অনিশ্চিতার পথে না’গঞ্জ ছাত্রদল

ডান্ডিবার্তা | ১৭ অক্টোবর, ২০২৪ | ৯:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে প্রায় অনেকদিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে জেলা ও মহানগর ছাত্রদলের পদের আশায় অনেক ছাত্রদল নেতা সরব রয়েছেন। সেইসাথে নিজেদের সাথে বিভিন্নভাবে প্রতিযোগিতা করে যাচ্ছেন। দলীয় সকল কর্মসূচিতেই জোরালো ভূমিকা রেখে যাচ্ছেন। কে কার থেকে বেশি নজরে আসবেন সেই প্রতিযোগিতায় তারা মেতে উঠেছেন। তবে নতুন কমিটি নিয়ে এখন পর্যন্ত কোনো সম্ভাবনা না থাকায় ছাত্রদল নেতাদের প্রতিযোগিতা অনিশ্চিত হয়ে যাচ্ছে। সেইসাথে কতদিন পর্যন্ত তাদের এই প্রতিযোগিতা করতে হবে সেটাই এখন দেখায় বিষয়। দলীয় সূত্র বলছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেন। পাশাপাশি অধীনস্থ সকল উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শীঘ্রই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে। কমিটিতে আরও ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এদিকে, কমিটি বিলুপ্তের পর তৎপরতা শুরু করেছেন জেলা ও মহানগর ছাত্রদলের পদ প্রত্যাশীরা। মহানগর সভাপতি পদে এখন পর্যন্ত ৮ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন- মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রাজু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রোমান, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি পায়েল। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তিনজনের নাম শোনা গেছে। তারা হলেন- মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকতাদির হোসাইন হৃদয়, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম এবং বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব রায়হান। এদিকে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সাগর সিদ্দিকী, সুলতান মাহমুদ, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহম্মেদ জিকু, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভূঁইয়া, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া। এছাড়াও আলোচনায় আছেন জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জাবেদ, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইনসহ বেশ কয়েকজন। তারা সকলেই নিজেদের নজরে আনার জন্য জোরালোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে কোনো কর্মসূচিতে নিজেদেরকে সর্বোচ্চ জানান দেয়ার চেষ্টা করে আসছেন। এমন কোনো কর্মসূচি বাদ যাচ্ছে না যেখানে তাদের অংশগ্রহণ দেখা মিলছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা