আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১১:৩৩

ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার আদায় সম্ভব নয়’

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেছেন, ‘পীর সাহেব চরমোনাই অনেক আগেই বলে গেছেন ইসলামী শ্রমনীতি ব্যাতিত শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়। কাজেই পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আসন্ন নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের  মাধ্যমেই শ্রমিকদের শতভাগ দাবি আদায় করা সম্ভব। ইিসলামী শ্রমিক আন্দোলন এর ফতুল্লা থানার প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার সকালে সাড়ে ৯টায় ফতুল্লার পঞ্চবটিস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সরকারি বিভিন্ন সেক্টরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। তাই অন্তর্বতীকালীন সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে তারা খুব শীঘ্রই পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়। প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওমর ফারুক বক্তব্যে বলেন, ‘৫ই আগস্ট ছাত্র-জনতার গণভ্যুথান পরবর্তী আমরা লক্ষ্য করছি যে নব্য এক গোষ্ঠী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায় শুরু করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন অথচ জনগণের কোনো কল্যাণমূলক কর্মকান্ডে নাই, তাদেরকেও আসন্ন নির্বাচনে বাংলাদেশের জনগণ বয়কট করবে।বিশেষ অতিথির বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘বিগত দিনে আমরা দেখেছি বিগত দিনে শ্রমিক সংগঠনের নামে শ্রমিক নেতারা একটি ব্যক্তি ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল কিন্তু আগামী দিনে রক্তকে পানি করা এই শ্রমিকদের আর কথিত নেতাদের কর্তৃক ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যম বানাতে দেওয়া হবে না। এর আগে ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আনোয়ার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন সভাপতি এবং ফতুল্লা থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা