ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জের বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটির উদ্যোগে চাঁদাবাজীর পায়তারার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আক্টোবর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলমোড় এলাকায় এই চাঁদাবাজী বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের পর দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনের উপরে কালো মেঘের থাবা পড়তে যাচ্ছে। আবারো আমাদের ব্যবসায়ীদের ওপরে কালো মেঘের আবির্ভাব ঘটতে যাচ্ছে। আমরা এই কালো মেঘের থাবা ব্যবসায়ীদের ওপরে পড়তে দেবো না। আমাদের শরীলের শেষ রক্ত বিন্দু থাকতে কোন অন্যায়, জুলুমকে প্রশ্যয় দেবো না। আমরা এই চিটাগাংরোডে দীর্ঘদিন ব্যবসা করি। আনেকের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা দিয়ে আমাদের সংসার চলে। কেই যদি এই দোকানে চাঁদা বসাতে চায়, কেউ বেশী টাকার বিনিময়ে কারো দোকান উঠিয়ে অন্য কারো দোকান বসাতে চায় আমরা তা হতে দিবো না। দলমত নির্বিশেষে আমাদের সকলের পরিচয় একটাই আমরা ব্যবসায়ী। আমরা এক আপরের বিপদে সদা-সর্বদা পাশে থাকবো । আমাদের বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটি এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন ৷ কে কোন দলের এটা দেখার সময় নাই । দিন শেষে আমরা একজন ব্যবসায়ী। ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করাই এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য। আমাদের সাথে প্রশাসনের কথা হয়েছে। তারা বলেছেন, আপনারা নির্দ্বিধায় ব্যবসা করে যান। আপনাদের কোন ব্যবসায়ীদের কাছে কেউ যদি চাঁদা চায় বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান উঠিয়ে দিতে চায় তাহলে আমাদেরকে জানান আমরা আইনী ব্যবস্থা নিবো। আমরা সমস্ত ব্যবসায়ীরা একটা বডির ন্যায়, আপনারা সকল ব্যবসায়ীরা সজাগ থাকবেন। সমস্ত ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকবেন। তা হলে কোন অপশক্তি আমাদেরকে আন্যায় ভাবে আচড় দিতে পারবে না। আমরা সমস্ত ব্যবসায়ীরা এক হয়ে সুখে দুঃখে কাদে কাদ মিলিয়ে ব্যবসা করবো। চাঁদাবাজ বিরোধী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বৃহত্তর চিটাংরোড ব্যবসায়ী সোসাইটি সভাপতি আলহাজ¦ মুহা. বিল্লাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মুহা. আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদ এ্যাডভোকেট কাউসার আহমেদ, সহ-সভাপতি মো. সুমন, সহ-সভাপতি মো. সোহেল প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯