আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৬:৩৭

বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে শহরে রিক্সা র‍্যালী 

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বিশ্ব শোভন কর্ম দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নারায়নগঞ্জ শহরে “শোভন কর্ম পরিবেশের নিশ্চয়তা-টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার শ্লোগানে রিক্সা র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় কর্মজীবী নারী এ রিক্সা র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।  র‌্যালি পূর্বের সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, সকল শ্রমিকদের জন্য নূন্যতম বাঁচার মত মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে। দেশের শ্রমিকের অধিকার ও নিরাপত্তা অন্যান্য ইস্যুর তুলনায় অনেকটাই উপেক্ষিত। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার গার্মেন্ট শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পাইলট আকারে শুরু করেছে। যা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এই কার্যক্রম সকল শ্রমিকের জন্য চালু করতে হবে।

বক্তারা আরো বলেন, শ্রমিকের সময়োপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে সেই সাথে কর্মক্ষেত্রে নারী- পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। এখনও আমাদের পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারী-পুরুষের বৈষম্য বিদ্যমান। শুধুমাত্র বৈষম্য নয়, ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত নারীরা বিভিন্ন রকম সহিংসতার শিকার হচ্ছে। তাই সকলক্ষেত্রে নিরাপদ ও নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বক্তারা, নির্যাতনমুক্ত পরিবার, নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে এবং সেই সাথে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন ও আইএলও কনভেনশন- ১৯০ অনুসমর্থন করার জোর দাবী জানান।  বক্তারা বলেন, এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্যও চুক্তি পত্র, পরিচয় পত্র, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি এবং  ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে এগুলো নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আসুন শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি, নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ।  কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, শ্রমিক নেত্রী নারগিস আক্তার, গার্মেন্ট শ্রমিক শিলা রানী, নদী খাতুন, রিপা আক্তার, নারায়নগঞ্জ ক্যাফে ম্যানেজার রুম্পা রেজা, সুলতানা সুমি, সচিন চন্দ্র দাস প্রমুখ। সমাবেশ শেষে শতাধিক শ্রমিকের একটি বর্ণাঢ্য রিক্সা র‌্যালি নারায়নগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক এলাকায় শেষ হয়।  বিকাল ৩ টায় নারায়নগঞ্জ উইমেন ক্যাফেতে একটি বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সেখানে বিসিক এর শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং তাদের দাবী গুলো তুলে ধরেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা