ডান্ডিবার্তা রিপোর্ট:
বন্দরে রাজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দু’পাশসহ এশিয়ান হাইওয়ে ও মদনগঞ্জ-মদনপুর সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। খবর পেয়ে বন্দর থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। হত্যাকান্ডের শিকার রাজিবের বড় ভাই শফিক বলেন, গত ৯ অক্টোবর রাতে রাজীবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মদনপুর ছোটবাগ এলাকার মাদক কারবারিরা। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে তাদের পিতা হোসেন মাতবর বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় উল্টো আসামিরা তাদের হুমকি দমকি প্রদান করে আসছে। এতে তারা আতংকে দিনাতিপাত করছেন।
মানববন্ধনে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ হুশিয়ারি দেন, পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে আবারও মহাসড়ক অবরোধ করে রাখা হবে। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক বলেন, রাজীব হত্যাকান্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা যাবে। গ্রামবাসীর সঙ্গে মানববন্ধনে আরও অংশ নেন নিহত রাজিবের পিতা হোসেন মাতবর, বড় ভাই শফিক, ছোট ভাই রাসেল, বড় বোন পারভিন, মামুন, ফারুক, রহিম, খোকন, সেলিম, মজিবর, সামসু প্রধান ও জাকির প্রধান প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯