আজ শনিবার | ১২ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১ | ১৩ শাওয়াল ১৪৪৬ | দুপুর ২:৫৭

সবাইকে কাদিয়ে প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমি না ফেরার দেশে

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে হাজীগঞ্জস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। উল্লেখ্য, সদালপী এবং বিনয়ী এহসান কাদির রুমি নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক দেশের আলোর বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বাদ আছর হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পাঠানটুলি কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে এহসান কাদির রুমির বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি মানোয়ার হোসাইন। এক যৌথ বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা