ডান্ডিবার্তা রিপোর্ট:
সামাজিক ও অরাজনৈতিক সংগঠন দেওভোগ যুব সমাজ এর উদ্যোগে শুক্রবার সকালে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশা নিধনে এলাকাবাসীকে সচেতনতার উদ্যেশ্যে লিফলেট বিতরণ ও মাইকিং ও মশক নিধন কর্মসূচি পালন করা হয়। ‘তারুণ্যের সাথে, কল্যাণের পথে’ এ স্লোগানকে সামনে রেখে সংগঠনের সদস্যরা সকাল দশটায় দেওভোগ বেপারি পাড়া থেকে ডেঙ্গু প্রতিরোধে এ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করে বেপারী পাড়া, সোনখোলা, পশ্চিম দেওভোগ এলাকা সহ দেওভোগের বিভিন্ন পয়েন্টেও এ কার্যক্রম চলে। এর আগে দেওভোগ বেপারি পাড়ার মোড়ে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভাও অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, দেওভোগ যুব সমাজ সংগঠনটি দীর্ঘদিন ধরে দেওভোগের বাসিন্দাদের জন্য, বিশেষ করে তরুণ ও যুব সমাজের জন্য নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। ইদানিং আবার ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিবছরের ন্যায় এবারও আমাদের এ কর্মসূচি। আমরা আমাদের সংগঠনের ব্যানারে আজকে দেওভোগের বেশ কিছু পয়ন্টে বিশেষ করে দেওভোগ বেপারি পাড়া, ছনখোলা, গার্মেন্টস গলি সহ আশেপাশে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা গুলোতে মশার ওষুধ ছিটিয়ে দেয়া হয়ছে এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট ছেপে মহল্লায় মহল্লায় এবং মসজিদ গুলোতে জুম্মার নামাজের পর বিতরণ করা হয়ছে। আশা করি সকলেই যার যার বাড়ি ঘর ও আশপাশের জমা পানি নিষ্কাশন সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমাদের ডেঙ্গু রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের সংগঠনের এ ছোট্ট প্রয়াসটিতে কিছু লোকও যদি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে একটু সচেতন হয় তাতেই আমরা সার্থক। আগামীতে দেওভোগবাসীর সুখে দুখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। উক্ত জনসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মীর সজিব মাহমুদ, সাধারণ সম্পাদক মো. যুবায়র ইসলাম পমেল, কোষাধ্যক্ষ বি এম নাসিম, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন আকাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, তুষার, মাহাবুব, হানিফ মিয়া, বংশাল রোড যুব পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্র নেতা নুর হোসেন হানিফসহ আরো অনেকে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় গ্রীণ সুপার মার্কেটের ৩য় তলায় মেডি লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সরকার নির্ধারিত ফিতে ডেঙ্গু পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়ছে। সবশেষে দেওভোগ যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে দেওভোগ বাসির জন্য আগামীতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর কথা ঘোষণা করা হয়।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯