ডান্ডিবার্তা রিপোর্ট: আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে , শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন মেলা। তিরোধান দিবস উপলক্ষ্যে কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে এক সপ্তাহ আগে থেকেই বসেছে শতাধিক দোকান। লালন শাহের মাজার প্রাঙ্গণ, মাঠ, কালি নদীর পাড় ঘেঁষে বসেছে দূরদূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। গুরুশিষ্য, ভক্ত-অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দিনরাত গান ছাড়াও তারা লালন ফকিরের বাণী নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছেন। অনেকে আবার লালনের মত ও পথের দীক্ষা নিচ্ছেন। তার জীবন-দর্শন দিনে দিনে বিশ্বব্যাপীময় হয়ে উঠেছে। তার গান গেয়ে তৈরি হয়েছে অনেক তারকা। সাঁইজিকে নিয়ে দুই বাংলায় নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র, নাটক, তথ্যচিত্র এবং যাত্রাপালা।ভক্তকূলের সংখ্যা বেড়েই চলেছে। তাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই।
লালন ফকির (১৯৭২)
নাট্যকার আসকার ইবনে শাইখ-এর লেখা নাটকের অবলম্বনে, ১৯৭২ সালে সৈয়দ হাসান ইমাম ‘লালন ফকির’ সিনেমাটি নির্মাণ করেন। লালন সাঁইকে নিয়ে এটি তার প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রে লালন সাঁইয়ের ভূমিকায় অভিনয় করেন উজ্জ্বল। আরো অভিনয় করেন কবরী, আনোয়ার হোসেন প্রমুখ। চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন আবদুল আলীম, নীনা হামিদসহ আরো অনেকে। সিনেমাটি ঢাকায় মুক্তি পায়।
লালন ফকির (১৯৮৭)
লালনকে নিয়ে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করেন কলকাতার চলচ্চিত্র পরিচালক শক্তি চট্টোপাধ্যায়। তার পরিচালনায় নির্মিত ‘লালন ফকির’ সিনেমাটি ১৯৮৭ সালে কলকাতায় মুক্তি পায়। এ চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য রচনা করেন মন্মথ রায়। এতে লালনের ভূমিকায় অভিনয় করেন অসীম কুমার। মতি বিবি চরিত্রে সন্ধ্যা রায় ও সিরাজ সাঁই চরিত্রে অভিনয় করেন অসিত বরণ।
মনের মানুষ
২০১০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে লালন সাঁইকে নিয়ে নির্মিত হয় ‘মনের মানুষ’ চলচ্চিত্র। ইতিপূর্বে লালনকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যে এটিই বেশি দর্শকপ্রিয়তা পায়। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেন গৌতম ঘোষ। ২০১০ সালে একই সময় ঢাকা ও কলকাতায় মুক্তি পায় আলোচিত- সমালোচিত এ সিনেমাটি।
গৌতম ঘোষের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মনের মানুষ’ চলচ্চিত্রে লালনের ভূমিকায় অভিনয় করেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ। সিরাজ সাঁইয়ের ভূমিকায় রাইসুল ইসলাম আসাদ। এতে আরো অভিনয় করেন চঞ্চল চৌধুরী, পাওলি দাম, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, তাথৈ, চস্কা, হাসান ইমাম প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেন গৌতম ঘোষ। ১৫০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি প্রশংসার সাথে সাথে সমালোচিতও হয়েছে খুব। বিশেষ করে মানবধর্মে বিশ্বাসী লালনকে কোনো সূত্র ছাড়াই হিন্দু হিসেবে উপস্থাপন করার বিষয়টি বিতর্কের ঝড় তোলে। চলচ্চিত্রটি ৪১তম ভারত ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।
অন্ধ নিরাঙ্গম
হাসিবুর রেজা কল্লোল তার প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন লালনকে নিয়ে। ‘অন্ধ নিরাঙ্গম’ শিরোনামের এ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১১ সালে। এ সিনেমায় লালনের জীবনী তুলে ধরা হয়নি। এতে তার মানবতাবাদী দর্শন আর তার ভাবাদর্শের অনুসারীদের বিভেদের মধ্যে লালনের অনুসন্ধান করা হয়েছে। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংশিত হওয়া এ চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, সঞ্জীব আহমেদ, রিতু সাত্তার, ফখরুজ্জামান চৌধুরী, আমিনুর রহমান বাচ্চু, শিহাব পারভেজ, ইমদাদ ফকির, লাভলী ফকিরানী, মিডারি কারটিস, মাগালি লাভিরাত্তি, আনুশেহ আনাদিল, শফি মণ্ডল, মাইকেল কোল প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯