ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জে রাজউকের পূর্বাচল উপশহরের ক্ষতিগ্রস্ত ও প্লটবঞ্চিত আদিবাসীদের প্লট বরাদ্দের দাবিতে পূর্বাচল ৩০০ ফুট সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্থ আদিবাসীরা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ২ ও ১১ নম্বর সেক্টর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার ৫ হাজার নেতাকর্মী নিয়ে বিশেষ ক্ষমতা আইনের নামে প্লট লুটপাট করা হয়েছে। নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিলের দাবি জানান তারা। ১৩/এ ধারায় প্লট বরাদ্ধ বাতিল করে পূর্বাচলের আদিবাসি ও ক্ষতিগ্রস্তদের প্লট বুঝিয়ে দিতে হবে। বক্তারা বলেন, ক্ষতিগ্রস্তদের দাবি মানা না হলে রাজউক অফিস ঘেরাও, ৩০০ ফুট সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার করেন বক্তারা। পরে বিক্ষোভকারীরা তাদের দাবিসংবলিত গণস্বাক্ষরযুক্ত আবেদন রাজউক চেয়ারম্যান, সরকারের গণপূর্ত উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯