ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের মেম্বার রমজান আলী দুই মাস আগেও আওয়ামীলীগের একজন একনিষ্ঠ হাতিয়ার ছিলেন। ছাত্র-জনতার গণহত্যাকারী আওয়ামীলীগের দোসর এই রমজান আলী ক্ষমতার পালা বদলে এবার ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চাইছেন। বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নিহত জনি হত্যা ও স্কুল ছাত্র ইব্রাহিম হত্যা মামলার অন্যতম আসামী। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। ক্ষমতার পালা বদলের সাথে সাথে ওই মেম্বার নিজেই তদবির, লবিং করে সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চাইছেন। আর এই খবরে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীদের সাথে কথা বলে জানাগেছে, সাদীপুর ইউনিয়ন পরিষদের চার নাম্বার ওয়ার্ডেও মেম্বার রমজান আলী। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নাম ভাঙ্গিয়ে এলাকার কৃষকদের জমির মাটি জোড় পূর্বক ভেকু দিয়ে কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে একাধিক সূত্র জানান। আওয়ামীলীগের ষোল বছরে ইউপি সদস্য রমজান আলী নিরীহ মানুষকে জিম্মি করে জমি দখল, সন্ত্রাসী, চাঁদাবাজি ও কৃষকদের ফসলি জমির মাটি লুট করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে রাতারাতি কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনে কাঁচপুর এলাকায় ছাত্ররা অবস্থান নিলে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা রমজান আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত জুলাই জনিসহ ছাত্রদের উপর হামলা চালায়। ঘটনাস্থলে তিনি নিহত হন। এই মামলায় ইউপি সদস্য রমজান আলীকে এজহার নামীয় আসামী করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদি জনির বাবা ইয়াসিন মিয়া জানান, আমার ছেলে হত্যার সাথে জড়িতদের আসামী করে থানায় মামলা দায়ের করেছি। এই মামলায় রমজান আলী মেম্বারকে আসামী করা হয়েছে। আমার ছেলে হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি জানাই। এ ছাড়া হানিফ মিয়ার ছেলে স্কুল ছাত্র ইব্রাহীম মিয়া (১৩) কাচপুর সেতুর পূর্বঢালে আন্দোলনরত অবস্থায় রমজান আলী মেম্বারের নেতৃত্বে আগ্নেআস্ত্রসহ হামলা চালিয়ে ইব্রাহিম মিয়াকে মারাত্মকভাবে আহত করা হয়। এতে মারাত্মক আহত অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে গত ২৪ আগষ্ট নিহতের বাবা হানিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রমজান আলীকে এজহার নামীয় আসামী করা হয়। উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে এমরান হোসেনের কাছে বাড়ির বাউন্ডারী নির্মাণকালে ইউপি সদস্য রমজান আলী দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে এমরান হোসেন বাদি হয়ে রমজান আলীকে প্রধান আসামী করে আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাদীপুর ইউনিয়নের আমগাও এলাকার বাসিন্দা জানান, রমজান আলী আমাদের এলাকায় ত্রাসের রাজক্ত কায়েম করেছে। জমি দখল, কৃষকের জমি থেকে মাটি কাটা, ঘরবাড়ি নির্মাণ করতে হলে মোটা অংকের চাঁদাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন রমজান আলী। স্থানীয় আওয়ামীলীগের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নাম বিক্রি করে ওই এলাকায় একের পর এক অপরাধ করে বেড়াতেন তিনি। সালমা আক্তার নামে আমগাঁও এলাকার এক বাসিন্দা জানান, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে আওয়ামী সন্ত্রাসীদের মদদ দিয়ে অস্ত্রসহ বিভিন্নভাবে সহযোগীতা করে একের পর এক ছাত্র আন্দোলনে মানুষ হত্যা করে সাদীপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের টাকা দিয়ে হাত করে এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চাইছেন। এ বিষয়ে জানতে চাইলে সাদীপুর ইউনিয়ন পরিষদের চার নাম্বার ওয়ার্ডের সদস্য রমজান আলী জানান, আমাকে সকল মেম্বারগণ সমর্থন করে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমার নাম প্রস্তাব করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করলেই আমি এই পদে দায়িত্ব পালন করবো। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সাদীপুর ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছি আমরা। তাকে গ্রেফতারের জন্য পুলিশ ইতিমধ্যেই বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, হত্যামামলার আসামীকে কোনভাবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হবে না। সাদীপুর ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলীর বিষয়ে খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯