ডান্ডিবার্তা রিপোর্ট:
সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় সাংবাদিক তামান্না দেওয়ান (দোলা) সহ দুই নারী সাংবাদিককে আহত করার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হযেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগি দুই নারী সাংবাদিক জানান, নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা ডেভিটের ভাগ্নে চাঁদাবাজ রানার নেতৃত্বে মাহমুদ, নাসিম, সজল, ভাঙ্গারী কাসেম, রুহুল আমিন, বাবু মাদবর, বাচ্চু, সুমন সহ আরো কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। তারা বেশ কয়েকদিন যাবত বৈধভাবে নারায়ণগঞ্জ টু জামালপুরের সিফাত বাস কাউন্টারের ব্যবসা করে আসছিল। তারা কাউন্টার মালিক। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রানা ও তার সহযোগিরা সেই ব্যবসার ৫০%টাকা চাঁদা দাবি করে ও চাঁদা না পেলে প্রাননাশের হুমকি দেয় বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী দোলা। তারা অভিযোগ করে আরো বলেন, থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেছে ওসি মামলা নিতে নারাজ থাকায় তারা পুলিশ সুপারের শরনাপন্য হলে পুলিশ সুপারের নির্দেশে মামলা নিলেও প্রধান আসামির নাম (রানা) বাদ দিয়ে মামলা করা তার নাম বাদ দেয়ার কারন জানতে চাইলে তিনি কিছু বলেন নি। আমি চাঁদাবাজির মামলা করতে চাই ওসি নিজে বলেন তাদের বিরুদ্ধে আপনি চাঁদাবাজির মামলা দিতে পারেন না। অন্য দিকে এসআই আমাকে মিলমিশ করতে বলেন, অন্যথায় জামেলা আরো বারবে বলেও জানায়। বৈধ ব্যবসা করে না খেতে পারলে কোথায় যাব আমরা। আমি চাই দ্রুত রানার নাম মালায় দেওয়া হউক আর আসামীদের গ্রেফতার করে শাস্তি প্রধান করা হউক। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগি নারী সাংবাদিক দোলা। ভুক্তভোগি নারী সাংবাদিক শিরীন আক্তার প্রমূখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯