ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে মেসার্স শারমিন কেমিক্যাল ওয়ার্কস নামক একটি শিল্প কারখানার উৎপাদন কাজে বাধাগ্রস্থ করার অভিযোগ উঠেছে মোঃ রুহুল আমিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে প্রতিকার পেতে ভূক্তভোগী বাদী হয়ে গত ৮ অক্টোবর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, সিও র্যাব ১১ নারায়ণগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁ, সহকারী কমিশনার ভূমি সোনারগাঁ, অফিসার ইনচার্জ সোনারগাঁ থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বড়বাড়ি এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে নয়াপুর মৌজায় মেসার্স শারমিন কেমিক্যাল ওয়ার্কস এর মালিক মোঃ হারুন মিয়া
সাদিপুর মৌজার সিএস ও এসএ দাগ নং ২২৬– আর এস দাগ নং – ৪০৭ হতে ২৯. ১২ শতাংশ ভিটি ও সিএস ও এস দাগ নং – ২২৪ আর এস দাগ নং – ৪০৩ হতে ৩৯.২৫ শতাংশ ছনখোলা মোট ৬৮.৩৭ শতাংশ সম্প্রতি ২২/০৩/২০২৩ ইং তারিখে ৪০৪২ নং দলিল মূলে সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসে মালিকানা গ্রহণ করেন। তারপর থেকেই উক্ত জায়গায় মেসার্স শারমিন কেমিক্যাল ওয়ার্কস শিল্প কারখানার নির্মাণ কাজ শুরু করে এবং বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি প্রায় কাগজপত্র সম্পূর্ণ করে উৎপাদনমুখী। যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে প্রাথমিকভাবে ১৫০ থেকে ২০০ জনের। উক্ত প্রতিষ্ঠানের নির্মাণ কাজের শুরু থেকেই মোঃ রুহুল আমিন (গং)পিতা মৌলভী আক্কাস আলী সাং চিনতলা, নয়াপুর, সাদিপুর, ব্যক্তিদ্বয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এমনকি চাঁদা দাবি করে আসছে । তারই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তি মোঃ রুহুল আমিন গত ২১/০৩/ ২০২৪ ইং তারিখে ( ৪১৬৩)নং ডাইরী মূলে জেনারেল ম্যানেজার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি– ১ চেঙ্গাইন, বরাব– ১৪১১ সোনারগাঁ, নারায়ণগঞ্জ অফিসে একটি অভিযোগ পত্র জমা দেন। যাহাতে বলা হয়েছে, রিট পিটিশন নং– ৮৩৩৯ /২০১০ এর আদেশে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা কিন্তু মেসার্স শারমিন কেমিক্যাল ওয়ার্কস এর জায়গা ক্রয় করা হয়েছে । বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দেয়া ও আর্থিক ফায়দা নেওয়ার জন্য মোঃ রুহুল আমিন ( গং) ব্যক্তিদ্বয় উঠে পড়ে লেগেছে যার ফলে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মেসার্স শারমিন কেমিক্যাল ওয়ার্কস বন্ধের মুখে।
অভিযুক্ত মোঃ রুহুল আমিন সাথে আলাপ কালে তিনি বলেন, তার ফ্যাক্টরিটি আমার থাকার ঘরের ঠিক পাশে, চাঁদাবাজি তো দূরের কথা আমি তার ফ্যাক্টরিতে যাইনি কখনো।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (খ) সার্কেল শেখ মোঃ বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন এ বিষয়টি তদন্ত চলমান অবস্থায় আছেন, তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নিব।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯