আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১:৩০

বন্দরের মীরকুন্ডিতে সন্ত্রাসী বাহিনীর তান্ডব

ডান্ডিবার্তা | ১৯ অক্টোবর, ২০২৪ | ১০:৫৬ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি :

বন্দরের মীরকুন্ডি এলাকায় সন্ত্রাসী বাহিনী ড্রেজার ভাংচুর, পাইপ লোপাট পূর্বক তান্ডবলীলা চালিয়েছে।  ১৮ অক্টোবর ( শুক্রবার) সন্ধ্যার পর মাসুদ, গিট্টু বাহিনীর প্রায় শতাধিক সন্ত্রাসী দাঁড়ালো অস্ত্র সজ্জ নিয়ে অর্তকির্ত হামলা চালায়। সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্য এরুপ দৃশ্যপট দেখে হতভম্ব হয়ে পরে। উপায় না পেয়ে এলাকার একাধিক মসজিদে ডাকাতডাকাত বলে মাইকিং করে। এলাকায় ডাকাতির কথা শোনে মহিলাপুরুষ যার যার বাড়ি থেকে বের হয়ে আসার পূর্বেই পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী বাহিনীরা পালিয়ে গেলেও তাদের কাজ হাসিল করে স্থান ত্যাগ করে।  দেশব্যাপী যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে যেখানে তারকা সন্ত্রাসী, রাজনৈতিক দলের নেতারা আত্নগোপনে গেলেও উঠতি বয়সী এদের প্রশ্রয় / আশ্রয় দাতা কে? কার ইন্দন, সাহস বা সেল্টারে তারা প্রকাশ্য সন্ত্রাসী কর্মকান্ড করার সাহস পাচ্ছে এমনই প্রশ্ন সচেতন মহলের।  সন্ত্রাসীবাহিনীর তান্ডব লীলা দেখে এলাকার কেউ প্রকাশ্য কোন কথা বলতে না চাইলেও, নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে নতুন স্বাধীন দেশের দৃশ্যপট কি এমন? ভবিষ্যত প্রজন্মের জন্য নতুন স্বাধীন দেশ আরেকটা আতংকের দেশ হিসাবে নাম হবে। উঠতি বয়সী সন্ত্রাসীসহ তাদের প্রশ্রয়দাতা/ সাহসদাতাদের বের করে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য যৌথবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।  সূত্র মতেবিগত দিন পূর্বে মীরকুন্ডি  এলাকার বালু ভরাটের কাজ করিবার সেলিম মিয়া বন্দর  বালুর চর সাকিনে ড্রেজার আনে।  ড্রেজার নিয়ে কাজ শুরু করিবার পর হইতেই মীরকুন্ডি এলাকার হাবিবুর রহমানের ছেলে ,মোঃ সেলিম মিয়ার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল।  মোঃ আকাশ আহম্মেদ বাসির (২২সাংনয়া নগর এলাকার সাইফুদ্দিনের ছেলে জুয়েল (৩৮), লম্বাদরদী এলাকার  সোরহাব মিয়ার ছেলে  মোঃ শাকিল (২৮), পিতাআলী আহম্মেদ, সাংউত্তর মীররকুন্ডি, ৪। মোঃ আশরাফুল (৩২), পিতাদাইমুদ্দিন, সাংবিবিজোড়া, ৫। মোঃ শফিকুল ইসলাম (২৬), পিতাসুরুজ্জামান, সাংমীরকুন্ডি, ৬। মোঃ দিপু হেগিট্টু (৩৫), পিতাআমির হোসেন, সাংবিবিজোড়া, ৭। মোঃ নাইম (২২), পিতামৃত নূরা, ৮। মোঃ সাকিব (১৮), ৯। মোঃ সাব্বির (১৮), উভয় পিতামোঃ স্বপন, সর্ব সাংবালুর চর, ১০। মোঃ মাসুদ (২৩), পিতামোজ্জাম্মেল, সাংতমুদরদী, ১১। শাহ আলী (২৪), পিতামুছু মিয়া, সাংবিবিজোড়া, ১২। মোঃ জোবায়ের (২২), পিতাজজ মিয়া, সাংবালুরচর, সর্ব থানাবন্দর, জেলানারায়ণগঞ্জদের অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, উক্ত ১নং বিবাদী তাহার সঙ্গীয় বিবাদীদের সাথে নিয়া আমাদের নিকট এক লাখ টাক চাঁদা দাবি করে। আমরা তাহাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে বিবাদীগণ আমাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকাতায় গত ইং১৭/১০/২০২৪ তারিখ বিকাল ৪টায় উক্ত ১নং বিবাদী তাহার লোকজন নিয়া বন্দর থানাধীণ মরীকুন্ডি সাকিনে আসিয়া আমার নিকট চাঁদার এক লাখ টাকা দিতে বলে। আমি তাহাতে সম্মতি না দিলে বিবাদীগণ আমার ড্রেজার লাইন ভাংচুর ক্ষয়ক্ষতি করিবার হুমকি দিয়া যায়। পরবর্তীতে ইং১৮/১০/২০২৪ তারিখ সন্ধ্যার সময় উক্ত বিবাদীগণ ১নং বিবাদীর নেতৃত্বে অজ্ঞাতনামা বিবাদীদের সাথে নিয়া দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিশোঠা, রাম দা, চাপাতি, নিয়া সন্ত্রাসী কায়দায় আমাদের ড্রেজার ভাংচুর করিবার জন্য হামলা চালায় এবং তাহারা আমাদের ড্রেজারে লুটাপাট চালায়, আনুমানিক ২০২৫ টি ড্রেজারের পাইপ কোপাইয়া, ভাংচুর করিয়া আমাদের আমাদের ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। সে সময় বিবাদীদের সন্ত্রাসী কর্মকান্ড দেখিয়া স্থানীয় মসজিদ হইতে ডাকাত পড়িয়াছে বলিয়া ঘোষণা দিলে স্থাণীয় বিক্ষুব্ধ জনতা বিবাদীদের ধৃত করিবার চেষ্টা করিলে বিবাদীগণ পালাইয়া যায়। সন্ত্রাসী বাহিনী পালিয়ে গেলেও বিষয়ে কোন থানা পুলিশ হলে জীবনের তরে শেষ করার হুমকি দেয়। নিয়ে সন্ত্রাসী বাহিনী বার এলাকায় এসে চাঁদাদাবীসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যায়।  এমনকি প্রকাশ্য বলে তোদের বাপ টিপুকে প্রকাশ্য পিটিয়েছি কি হয়েছে। টিপু তোদের বাপ, ওরই বন্দরের মাটিতে সময় নাই। আর তইতো সেওলার মত। ডাকাত পড়েছে বলে মাইকিং করছোছ না, পরের জন্য প্রস্তুত থাকিস ডাকাত কাকে বলে তাও শিখিয়ে দিয়ে যাব। একেবারে জীবনের তরে শেষ করে দিব।  বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দাড়াগো সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয় এলাকাবাসীকে।  




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা