আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১২:১৫

সন্ত্রাসীদের সহযোগিতায় বাড়ি দখলের চেষ্টা

ডান্ডিবার্তা | ২০ অক্টোবর, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীদের সহযোগিতায় বসত বাড়িতে হামলা, ভাংচুর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনের বিরুদ্ধে সুমাইয়া রহমান প্রমা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। গত ১৮ অক্টোবর রাত সাড়ে সাত টার দিকে দেওভোগ পাক্কা রোড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, সামসুর রহমান সোহেল (৫৬), টিটু (৪৫), নুসরাত জাহান সিফাত (৩৫), ইউলিয়া সাজ্জাত তিশা (১৮), শাহআলম (৪৫) সহ প্রায় ৫০/৬০ জনের একটি দল গত ১৮ অক্টোবর রাত সাড়ে সাত টার দিকে দেওভোগ পাক্কা রোড এলাকায় সুমাইয়া রহমান প্রমার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তার ফুপি সামিয়া রহমান এবং তার মা খালেদা আক্তার ৪ মাসের বাচ্চাকে কোলে নিয়ে তাদের বাঁধা দিলে এলোপাথাড়ি ভাবে মারধর করে নিলাফুলা জখম করে। সুমাইয়া রহমান প্রমার পরিধেয় বস্ত্র টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। এসময় নির্মানাধীন বাড়ির বিভিন্ন মালামাল নষ্ট করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিভিন্ন প্রকার হুমকি সহ প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।  এ ঘটনার পূর্বেও সন্ত্রাসীদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী প্রদান করলে মিজানুর রহমান কামাল বাদী হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ১৮ বছর পূর্বে অর্থাৎ ২০০৬ সালের ১৫ জুন সামসুর রহমান সোহেল তার ভাই মিজানুর রহমান কামালের কাছে পৈত্রিক সম্পত্তির সম্পূর্ণ অংশ বিক্রি করে চলে যায়। কিন্তু গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর বিবাদীগণ সহ অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তি দখলের পায়তারা করে আসছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা