আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:৪২

বন্দরে সোহান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২০ অক্টোবর, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি:

বন্দরে হোসিয়ারি শ্রমিক সোহান হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (২০ অক্টোবর)  বেলা ১২টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশে বক্তব রাখেন কিশোর সোহানের বাবা আব্দুস সালাম, মা আকলিমা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন,সোহান নিরপরাধ ছিল তাকে হত্যা করে কাজল ও তার ছেলেরা পশুর পরিচয় দিয়েছে। আমরা সোহানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপুর্বক ফাঁসির দাবি জানাচ্ছি। তারা আরো বলেন,আসামীদের ধরার ব্যাপারে পুলিশের তেমন কোন গুরুত্ব দেখা যায় না। তাদের গাফিলতির কারনে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এর আগে অনিককে আমরা ধরিয়ে দিয়েছি তাদের তোন ভূমিকাই দেখি না। দেশ কেমন কেমন স্বাধীন হলো আমাদের সন্তানকে খুন করেও আসামীরা দাপটের সাথে ঘুরে বেড়ায়। কেউ কেউ আবার আমার ছেলে হত্যা মামলাটিতে পিংকিসহ আরো অনেকের নাম জড়িয়ে দেয়ার জন্য কু পরামর্শ দিচ্ছে। কিন্তু আমি কারো কান কথা শুনবো না। যারা আমার পুত্রকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। প্রতিবাদ সমাবেশ শেষে তারা বন্দর থানা কম্পাউন্ডে জড়ো হয়ে হত্যাকারীদেরকে দ্রুদ গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। সূত্র মতে, রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও জনৈক বিএনপি নেতার অনুগামী গ্রুপের সঙ্গে সালেহনগর এলাকার কাজল গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে গত ১৩ অক্টোবর রাতে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের সোহানকে চাকু দিয়ে বুকে উপর্যুপুরি ছুরিকাঘাত হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিএনপি নেতা কাজলসহ ২৯ জনকে আসামী করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা