আজ বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১ | ১১ রমজান ১৪৪৬ | রাত ৯:২২
শিরোনাম:
শহরে প্রকাশ্যে চলছে পরিবহনে চাঁদাবাজি    ♦     শামীম ওসমান ও দস্তগীর গাজীকে আসামি করে হত্যাচেষ্টায় নয়া মামলা    ♦     সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান এখন কোটিপতি!    ♦     বিগত ৫৪ বছর আমরা স্বাধীনতার স্বাধ পাইনি    ♦     ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশে মাদকের ঘাটি    ♦     ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন    ♦     নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের    ♦     মাত্র ২ মাসেরই রাসেলের স্বপ্ল ভঙ্গ    ♦     স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে না’গঞ্জে কুশপুত্তলিক দাহ    ♦     তোলারাম কলেজে যৌন হয়রানি বন্ধে সেল গঠনের আহŸান    ♦    

আজমেরী ওসমানের ক্যাডারদেলোয়ার গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২১ অক্টোবর, ২০২৪ | ৯:০৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা সিটি বন্ধন পরিবহনের পরিচালক দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরীর ১নং রেলগেট এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। বন্ধন পরিবহনের এক মালিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, বাসস্ট্যান্ডে আমাদের মালিক সমিতির অফিসের দুই তলায় বন্ধন পরিবহনের অফিসে বসে ছিল দেলোয়ার। আমরাও সেখানেই ছিলাম, এমন সময় সদর থানার পুলিশ তাকে আটক করে। ৫ আগস্টের আগে সে আজমেরী ওসমানের লোক ছিল। ৫ তারিখের পরে শহরের এক বিএনপির নেতার নাম ভাঙিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। প্রতিদিন কোম্পানির ৩০ থেকে ৪০ হাজার টাকা সরিয়ে ফেলতো। আমাদের আয় ব্যয়ের হিসাব দেখতে দিতো না। প্রথমে আমরা ভয়ে কিছু বলতে পারতাম না। কিন্তু পরে ডিসি, এসপি, সেনাবাহীনির কাছে অভিযোগ দিছি। এরাই বিভিন্ন দলের নেতাদের পরিবহন থেকে চাঁদাবাজি করার পথ দেখায়। আমরা এদের শাস্তি চাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে রোববার বিকেলেই আদালতে পাঠিয়েছি আমরা। জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর দুপুরে কারাগারে আটক ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত মোমেনউল্লাহ ডেবিডের অনুসারীদের বন্ধন বাস দখল নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় জাকির খানের লোকজনের সাথে দেলোয়ারকেও সংঘর্ষে নেতৃত্ব দিতে দেখা গেছে। জানা যায়, ওই দিন দুপুরের দিকে ডেবিডের অনুসারীরা যখন বাসস্ট্যান্ডের একটি কাউন্টারে অবস্থান নেয় ঠিক তখনই বন্দর খেয়াঘাটের সামনে থেকে দেলোয়ারসহ জাকির খানের অনুসারীরা তাদের ধাওয়া করে। তাদের সবার হাতেই লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। ধাওয়া খেয়ে ডেবিডের অনুসারীরা বাসস্ট্যান্ড থেকে টানবাজরের এসএম মালেহ রোড বা সদর মডেল থানার সামনে গিয়ে অবস্থান নিলে হঠাৎ করে কালো সানগ্লাস পরিহিত এক যুবক কোমর থেকে ম্যাগাজিন বের করে ডেবিডের অনুসারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করতে করতে থানার গেইট অবধি এগিয়ে যান। এরপর আবার বাসস্ট্যান্ড এলাকায় ফিরে এসে এদিক সেদিক অস্ত্র তাক করে আবার তা কোমরে রেখে দেন। গুলি করা ওই যুবকের নাম রাসেল। যিনি বর্তমানে পলাতক আছেন। ওই ঘটনায় দেলোয়ার ও রানা উভয় পক্ষ থানায় অভিযোগ করেছিলেন। এর আগেও দেলোয়ারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের পর সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা