
ডান্ডিবার্তা রিপোর্ট:
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা সিটি বন্ধন পরিবহনের পরিচালক দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরীর ১নং রেলগেট এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। বন্ধন পরিবহনের এক মালিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, বাসস্ট্যান্ডে আমাদের মালিক সমিতির অফিসের দুই তলায় বন্ধন পরিবহনের অফিসে বসে ছিল দেলোয়ার। আমরাও সেখানেই ছিলাম, এমন সময় সদর থানার পুলিশ তাকে আটক করে। ৫ আগস্টের আগে সে আজমেরী ওসমানের লোক ছিল। ৫ তারিখের পরে শহরের এক বিএনপির নেতার নাম ভাঙিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। প্রতিদিন কোম্পানির ৩০ থেকে ৪০ হাজার টাকা সরিয়ে ফেলতো। আমাদের আয় ব্যয়ের হিসাব দেখতে দিতো না। প্রথমে আমরা ভয়ে কিছু বলতে পারতাম না। কিন্তু পরে ডিসি, এসপি, সেনাবাহীনির কাছে অভিযোগ দিছি। এরাই বিভিন্ন দলের নেতাদের পরিবহন থেকে চাঁদাবাজি করার পথ দেখায়। আমরা এদের শাস্তি চাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে রোববার বিকেলেই আদালতে পাঠিয়েছি আমরা। জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর দুপুরে কারাগারে আটক ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত মোমেনউল্লাহ ডেবিডের অনুসারীদের বন্ধন বাস দখল নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় জাকির খানের লোকজনের সাথে দেলোয়ারকেও সংঘর্ষে নেতৃত্ব দিতে দেখা গেছে। জানা যায়, ওই দিন দুপুরের দিকে ডেবিডের অনুসারীরা যখন বাসস্ট্যান্ডের একটি কাউন্টারে অবস্থান নেয় ঠিক তখনই বন্দর খেয়াঘাটের সামনে থেকে দেলোয়ারসহ জাকির খানের অনুসারীরা তাদের ধাওয়া করে। তাদের সবার হাতেই লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। ধাওয়া খেয়ে ডেবিডের অনুসারীরা বাসস্ট্যান্ড থেকে টানবাজরের এসএম মালেহ রোড বা সদর মডেল থানার সামনে গিয়ে অবস্থান নিলে হঠাৎ করে কালো সানগ্লাস পরিহিত এক যুবক কোমর থেকে ম্যাগাজিন বের করে ডেবিডের অনুসারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করতে করতে থানার গেইট অবধি এগিয়ে যান। এরপর আবার বাসস্ট্যান্ড এলাকায় ফিরে এসে এদিক সেদিক অস্ত্র তাক করে আবার তা কোমরে রেখে দেন। গুলি করা ওই যুবকের নাম রাসেল। যিনি বর্তমানে পলাতক আছেন। ওই ঘটনায় দেলোয়ার ও রানা উভয় পক্ষ থানায় অভিযোগ করেছিলেন। এর আগেও দেলোয়ারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের পর সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯