আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | ভোর ৫:৩৮

বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২১ অক্টোবর, ২০২৪ | ৯:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ ও অসহনীয় যানজট নিরসন, চাঁদাবাজী বন্ধ, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও বৃহত্তর চিটাগাং রোড ব্যবসায়ী সোসাইটির উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বৃহত্তর চিটাগাং রোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি বিল্লাল হোসেন তালুকদারের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় ওলামা-মাশায়েখ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা দ্বীন ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো: ইব্রাহিম ও বৃহত্তর চিটাগাং রোড ব্যবসায়ী সোসাইটির তথ্য ও গবেষনা সম্পাদক মো: ফয়সালসহ প্রমূখ। এসময় বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত ৫ আগষ্টের পূর্বে আওয়ামীলীগের ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষকে শোষণ, জুলম, নির্যাতন করে উন্মুক্ত কারাগারে রেখেছিল। আমরা আমাদের ন্যায্য কথা বলতে পারতাম না। বর্তমানেও সেই ফ্যাসিবাদের পেতাত্বারা বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন লোকের ঘারে সওয়ার হয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টির পায়তারা করছে। প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আপনারা নির্ভয়ে আপনাদের কার্যক্রম চালান। এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সমাজ আপনাদের পাশে রয়েছে। হাজী মো: ইব্রাহিম বলেন, বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে পূনর্বাসন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চতকরণ প্রত্যাশা করেছিলাম, সেটি এখন পর্যন্ত হয়নি। পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেট ভেঙ্গে মানুষের মাঝে স্বস্থি ফিরেয়ে দেয়ার জন্য সরকারের কাছে জোড় দাবী জানাচ্ছি। সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন তালুকদার বলেন, ঢাকার প্রবেশদ্বার চিটাগাং রোড থেকে যাত্রবাড়ী পর্যন্ত এই জায়গাটি নরকে পরিণত হয়েছে। একজন রোগী সময়মত হাসপাতালে যেতে পারছেনা এবং অসহায় বাচ্চারা গাড়ীতে ছটফট করে মারা যাচ্ছে। অসহনীয় যানজটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে। সন্ত্রাসী-চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অঞ্চলের মানুষ আর সন্ত্রাস, চাঁদাবাজদেরকে দেখতে চায় না।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর চিটাগাং রোড ব্যবসায়ী সোসাইটির সহ-সভাপতি মো: সুমন, সাধারণ সম্পাদক আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম শেখ সহ প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা