ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের জন্মস্থান বলা হয়ে থাকলেও গত আড়াই মাস ধরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অস্তিত্ব মেলেনি জেলাটিতে। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তবে নারায়ণগঞ্জে শুরুর দিকে সদ্য সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ তার কিছুসংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগের কর্মসূচি পালন করার চেষ্টা করেন। কিন্তু পরবর্তীতে অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আইভীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে তিনিও নিষ্ক্রিয় হয়ে যেতে বাধ্য হোন। বর্তমানে পুরো নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগের এমন দশা আগে কখনো দেখা যায়নি। কতদিন নাগাদ আওয়ামী লীগের এই দৈন্যদশা চলবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ক্রমশ দেশে আওয়ামী লীগের রাজনীতি করা কঠিন হয়ে পড়ছে। সেইসঙ্গে বাড়ছে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, বেড়েছে নেতাকর্মীদের গ্রেফতার। আইনশৃঙ্খলা বাহিনী পূর্বের ন্যায় ধীরে ধীরে কঠোর হতে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে গ্রেফতার আতঙ্ক কাজ করছে। এদিকে, যার অঙ্গুলির ইশারায় পুরো নারায়ণগঞ্জ চলতো, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, প্রতিপক্ষ রাজনীতিবিদদের ঘায়েল করে কটাক্ষ বক্তব্য, প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখাসহ সব কর্মকা- চলতো আওয়ামী লীগের সেই প্রভাবশালী এমপি শামীম ওসমান ও তার অনুসারীরাও নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে তাদের কোনো হদিস মিলছে না নারায়ণগঞ্জে। সর্বশেষ শেখ রাসেলের জন্মবার্ষিকী, শেখ হাসিনার জন্মদিন পালনে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো সাহস দেখাতে পারে নাই। তাদের ভূমিকা ছিল একেবারে নিষ্ক্রিয়। অন্যান্য সময় এইসব দিবস পালন করতে নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা কাজ করলেও এবার তা লক্ষ্য করা যায়নি। এদিকে খারাপ পরিস্থিতিতে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ব্যাপক প্রশংসায় ভাসেন ডা. সেলিনা হায়াৎ আইভী। কিন্তু এরপরই কয়েকটি হত্যা মামলার আসামী হতে হয় তাকে। সেইসঙ্গে সারাদেশের সিটি করপোরেশনে মেয়রদের অপসারণ করা হলে আইভীকেও নাসিকের মেয়র পদ থেকে সরে যেতে হয়। পরবর্তীতে তিনিও চুপসে গেলে আওয়ামী লীগের আর কোনো নেতাকর্মীকে এমন সাহসী আচরণ করতে দেখা যায়নি। এর আগে নারায়ণগঞ্জে কখনো এমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। শত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে পালন করতে দেখা গেছে। নারায়ণগঞ্জের একাধিক আওয়ামী লীগ নেতা জানান, এসময় কর্মসূচি পালনের মত কেউ নাই। কয়েকজন মামলার আসামী না হলেও বেশিভাগ নেতাকর্মী আসামী হয়েছেন। তারা তো কোনোভাবেই কর্মসূচি পালন করবে না। আর যারা মামলার আসামি হয়নি তারাও অনাগ্রহী। পরিবার থেকেও তারা চাপে আছে যাতে কোন ধরনের কর্মসূচি পালন না করতে হয়। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা সরকারের পতন ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন, নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। অথচ কয়দিন আগেও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বড় বড় হুংকার দিয়েছেন। দলীয় যে কোনো কর্মসূচিতে নিজেদের বিভিন্নভাবে জানান দেয়ার জন্য ব্যস্ত থাকতেন। সেইসাথে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু বর্তমান সংকটকালীন সময়ে তাদের দেখা মিলছে না।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯