ডান্ডিবার্তা রিপোর্ট:
আন্দোলনকারীদের যেন খানপুর হাসপাতালে কোন চিকিৎসা না দেওয়া হয় এরকম নির্দেশ দিয়ে রেখেছিল নারায়ণগঞ্জের- ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান। নারায়ণগঞ্জ পোস্টের সাথে একান্ত সাক্ষাৎকারে ১৮ জুলাই ইসলামী আন্দোলনের কর্মসূচিতে চাষাঢ়ায় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার স্মৃতিচারণ করতে গিয়ে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ একথা বলেন। মুফতি মাসুম বিল্লাহ বলেন, ১৮ জুলাই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়ভাবে নির্দেশ ছিল প্রত্যেক জেলা শহর গুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করার জন্য, সেই নির্দেশের হিসেবে ১৮ জুলাই আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করি। তিনি বলেন, আমাদের গণসমাবেশের শান্তিপূর্ণ উদ্দেশ্য ছিল কিন্তু অত্যন্ত নেক্কারজনক ভাবে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে। হামলার বর্ণনা দিয়ে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ধারালো বিভিন্ন অস্ত্র, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। তারা আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে আগ্নেয়াস্ত্র তাক করেছিল, পরবর্তীতে আমার সংগঠনের ৮-১০ জন এসে আমাকে ঘেরাও দিয়ে অন্যত্র সরিয়ে ফেলে। আহত সংগঠনের কর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের সাথে যোগাযোগ করে শান্তিপূর্ণ গণ সমাবেশের অনুমতি নিয়ে আমরা বিক্ষোভ ও গণসমাবেশটি করি তারপরও ছাত্রলীগের অতর্কিত হামলায় আমাদের সংগঠনের প্রায় ১০ জন কর্মী মারাত্মকভাবে আহত হন কিন্তু আমরা তাদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত দিতে পারেনি ফার্মেসি থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছিল। মাসুম বিল্লাহ আক্ষেপের সাথে বলেন, যেখানে আমি এবং আমার সংগঠনের কর্মীরা আহত হয়েছে উল্টো আমাকেই প্রধান আসামি করে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পরের দিন সকালে। আসলে তারা চেয়েছিল হামলা মামলা নির্যাতন করে আন্দোলনকে দমিয়ে দিবে কিন্তু আন্দোলন দমে নেই যার প্রতিফলন মানুষ দেখতে পেরেছে ৫ আগস্ট।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯