ডান্ডিবার্তা রিপোর্ট:
ঢাকা (কাঁচপুর)-সিলেট মহাসড়কের ৪ লেন সড়ক উন্নতিকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মহাসড়কের আড়াইহাজারের বান্টি বাজার এলাকার ৪ লেন সড়কের প্রকল্পের স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাক্তার তুহিন মিয়া, বারেক মোল্লা, মুরাদ মিয়া, মাসুদা বেগম, মোসলেমা বেগম। এসময় আড়াইহাজারে ধুপ্তারা ও পাঁচরুখী মৌজার ক্ষতিগ্রস্থ ৩২ জন জমির মালিক ও তাদের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আড়াইহাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বাবু প্রভাব খাটিয়ে সাবেক এমপি নজরুল ইসলাম বাবু জেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তার অনুগত ও পছন্দের লোকদের উপযুক্ত মূল্য প্রদান করলেও আমরা ভিন্ন মতের হওয়ায় কোন যৌক্তিক কারণ ছাড়াই সম্পূর্ন অন্যায় ভাবে আমাদের উপযুক্ত মূল্য না দিয়ে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ করা হয়। নজরুল ইসলাম বাবুর লোকজন আমাদেরকে জেলা প্রশাসনের প্রস্তাবিত মূল্য মেনে নিয়ে টাকা গ্রহন করার জন্য হুমকি-ধামকি ও চাপ প্রদান করেন। আমরা তাতে রাজি না হয়ে আত্মগোপনে থাকি। কারণ আমাদের পাশের জমি আর,এস ২৪৫ দাগে প্রতি একর ৭ কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হলেও আমাদের আর,এস ২৪৪ দাগের মূল্য নির্ধারন করা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকা। এভাবে বহু মালিককে উপযুক্ত ক্ষতিপুরন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের একমাত্র জমিটুকু দিয়ে দিলে আমাদের কোন জমি অবশিষ্ট থাকবে না। সুতরং আমাদের শেষ সম্বলটুকুর ন্যায্য ক্ষতিপুরন না পেলে পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে খোলা রাস্তায় জীবন যাপন করতে হবে। তাই সরকারের কাছে আমরা আমাদেও জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, আমরা অধিগ্রহনকৃত জমির সঠিক মূল্য পুনরায় যাচাই বাচাই সাপেক্ষে প্রকৃত ন্যায্য ক্ষতিপূরন নির্ধারনের জন্য ২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করি। কিন্তু এই ব্যাপারে জেলা প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় আমরা রাস্তায় মানবন্ধনে দাঁড়িয়েছি। আমরা ন্যায্য ক্ষতিপূরণ না পেলে জীবন দিবো কিন্তু জমি দিবো না।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯