ডান্ডিবার্তা রিপোর্ট:
অসিত বরন বিশ্বাস যিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পাশাপাশি বামদলের একজন রাজনীতিবিদ। এনসিসি সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী যিনি নিজ দলীয় নেতাকর্মীর চেয়ে বাম ঘরানার রাজনীতিবিদদের সাথে সুসর্ম্পক বজায় চলেছিলেন। যে কারনে তিনি দলীয় নেতাকর্মীর চেয়ে বাম রাজনীতিবিদ কাছে আস্থাভাজন ছিলেন। আর এ আস্থাভাজনের সুযোগ নিয়ে সাবেক এ কাউন্সিলর অসিত বরনরা ব্যাপক ফায়দা হাসিল করেছিলেন মেয়রের কাছ থেকে। ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায় যে,বাম দলের রাজনীতিবিদ এবং সনাতন ধর্মের লোক হওয়ার সুবাদে সাবেক এনসিসি মেয়র আইভীর কাছ থেকে সবচাইতে বেশী সুবিধা ভোগ করেছেন অসিত বরন বিশ^াস। ১৫ নং ওয়ার্ডে বাসাবাড়ি হতে যেসমস্ত ময়লার গাড়িগুলো দিয়ে ময়লা নির্দিষ্টস্থানে ফেলা হয় সেই ময়লা হতেও নাকি প্রতিটি বাড়ি গুনে গুনে ১শত টাকা হারে নিয়ে থাকেন অসিত বরন। আর এ টাকাগুলো সংগ্রহ করতেন তার পিএস কালাম। আবার নগরীর দ্বিগুবাজার এলাকায় রাস্তার উপর গড়ে উঠা প্রতিটি দোকান থেকেও নাকি তিনি লোকজনের মাধ্যমে টাকা সংগ্রহ করে থাকেন। পাশাপাশি রাস্তার উপর বসা প্রতিটি দোকান থেকেও তিনি তার লোকজন দিয়ে অ্যাডভান্সও নিয়েছেন বলেন জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেক দোকানী। প্রায় একমাস হতে চলেছে তিনিসহ এনসিসিতে কোন কাউন্সিলর নেই। তারপরও থেমে নেই অসিত বরন বিশ^াসের অনৈতিক এ প্রভাব। তবে ১৫ নং ওয়ার্ডের সাধারন মানুষের দাবী অসিত বাবু অনেকটাই অহংকারী স্বভাবের মানুষ। নির্বাচন কালীন সময়ে তিনি তার ওয়ার্ডের অনেকস্থানে ভোট চাইতে গেলেও সনাতন সম্প্রদায়ের অনেকের কাছে ভোট চাইতে যেতনা। এ নিয়ে তারা জানতে চাইলে তিনি দাম্ভিকতার সাথে বলতেন,তোদের মত লোকদের কাছে ভোট চাইতে হবে কেন,তোদের ভোট না হলেও আমার কিছুই আসে যায়না। এছাড়া সিটি কর্পোরেশনের অধীনস্থ মাসদাইর পৌর শ্মশানেও রয়েছে তার একক কর্তৃত্ব। সেখানে পুরোহিত শান্তি ঘোষালের মাধ্যমে লাশ সৎকারের জন্য লাকড়ির ব্যবসা,খিচুরী তৈরীর জন্য অতিরিক্ত টাকা আদায় করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে শ্মশান সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে। এছাড়াও করোনাকালীন সময়ে সিটি কর্পোরেশনের ঝাড়ুদার,মেথর ও ডোম সম্প্রদায়ের জন্য বরাদ্ধকৃত মাথাপ্রতি ৪ হাজার টাকার স্থলে ১ হাজার টাকা করে দেয়ার অভিযোগ রয়েছে সাবেক মেয়রের পিএস আবুলের সাথে যুক্ত হয়ে। তাছাড়া নাসিকের অধীনস্থ বিভিন্ন্ নতুন-পুরাতন ভবনের রংয়ের কাজের টেন্ডারগুলো পাইতে দিতে অনৈতিক সুবিধা নিয়ে অসিত বরন নিতাইগঞ্জের এক ব্যবসায়ীকে দিতেন। নামমাত্র টেন্ডারের মাধ্যমে উক্ত ব্যবসায়ী তাকে নাকি প্রচুর পরিমানে অর্থ দিতেন জানান নাম প্রকাশে অনিচ্ছুক নাসিকের কিছু কর্মকর্তা। মাসদাইর পৌর শ্মশানের ভেতরে যে সকল কার্যকলাপ চলে তা সবকিছুই তার হুকুমেই চালায় পুরোহিত শান্তি ঘোষাল। একটি লাশ সৎকারে সর্বমোট ৪ থেকে ৫ হাজার খরচ হলেও তার নির্দেশেই নাকি শান্তি ঘোষালগং সর্বনিন্ম ১৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা নিচ্ছেন। বাকী টাকাগুলো অসিত বরন তার সহযোগিদের নিয়ে ভাগাভাগি করেন। এমনকি শ্মশানের ভেতরে যে মাদকের ভয়াবহতা রয়েছে সে সর্ম্পকেও পুরোটাই অবগত রয়েছেন তিনি। তবে ইদানিং শ্মশানের ভেতরে এরুপ কান্ড নিয়ে স্থানীয় পত্রপত্রিকায় লেখালেখির কারনে নাকি কিছুটা হলে কম পরিমানে টাকা রাখা হচ্ছে লাশ সৎকারে আসা সনাতন সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। শুধুমাত্র কিছু টাকার জন্য তিনি সেটা বন্ধ করছেনা। কারন তিনি পৌর শ্মশানের সভাপতি দাবীদার। এছাড়াও মেয়রের আস্থাভাজন হওয়ার সুবাদে অসিত বরন কারনে অকারনে সিটি কর্পোরেশেনের ষ্টাফদের সাথে খারাপ আচরন করতেও দ্বিধাবোধ করতেন না। বর্তমানে কাউন্সিলর পদটি না থাকলেও অনেকটাই বীরদর্পে ১৫ নং ওয়ার্ডে ময়লার টাকা,ফুটপাত থেকে আদায়কৃত টাকাগুলো তার লোকের মাধ্যমে নিয়মিতভাবে আদায় করাচ্ছেন তিনি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯