বন্দর প্রতিনিধি:
বন্দরে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের এক দারোগাকে কুপিয়ে আসামী ছিনিয়ে নিয়েছে অপহরণকারীরা। গত মঙ্গলবার ( ২২ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত দারোগার নাম ফাইয়াত উদ্দিন রক্তিম। সে স্থানীয় ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে রয়েছেন। আহতকে গুরুতর অবস্থায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার ( ২৩অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নং- ৩০(১০)২৪। ঘটনার সত্যতা স্বীকার বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের কেওঢালা ভাঙ্গাব্রীজ এলাকায় এসআই শামসুল হক সরদারের নেতৃত্বে ধামগড় ও কামতাল পুলিশ ফাঁড়ির একটি টিম মামলা নং ৩০(১০)২৪ এর ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারা ভিকটিম কদর(৫৫), রুমান(১৮) ও রুহান(১৬)কে উদ্ধারসহ আসামী মাঈন উদ্দিন, কালাম ও মোক্তারকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ ভ্যানে উঠাতে গেলে আসামীদের সহযোগী অজ্ঞাত ৩০/৪০ জন জড়ো হয়ে পুলিশের পিকআপ ভ্যানে হামলা করে এবং আসামিদের ছিনিয়ে নেয়। আসামী ছিনিয়ে নেওয়ার সময় হামলাকারীরা এসআই ফাইয়াত উদ্দিন রক্তিম কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত এসআই ফাইয়াত উদ্দিন বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯