আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১১:২৩

অভ্যন্তরিণ দ্বন্দ্বে বিভোর বিএনপি

ডান্ডিবার্তা | ২৩ অক্টোবর, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনতে একজোট হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল। ইতোমধ্যে চট্টগ্রামে হাসিনাকে ফিরিয়ে আনতে ঝটিকা মিছিল বের করেছে ছাত্রলীগ। আটটি দিবস বাতিলের প্রতিবাদে ঢাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদ জানাতে মাঠে নামেন। এতে তাদেরকে ধাওয়া ও মারধর করেছে একাংশ বিক্ষুব্ধ জনতা। এদিকে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি একাধিক বিভাজনে রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০টিরও অধিক ভাগে খণ্ডিত হয়ে রয়েছেন বিএনপি। শক্ত অবস্থানে জামায়াতে ইসলাম থাকলেও এখনো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে কোন আভাস দেয়নি। সরকার পতনের আড়াই মাস পর শুক্রবার রাত ১২টায় চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের তিনটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশিভাগই তরুণ। তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। এদের কারও কারও হাতে অস্ত্র ছিল বলে জানান তারা। পুলিশ এখনো তাদের কার্যক্রমে পুরোদমে মাঠে না থাকায় এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ এমন মন্তব্য উঠেছে। অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে এ রকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শেখ হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তে রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে দলমত-নির্বিশেষে সকল ছাত্র-জনতা সভা সমাবেশ মিছিল করেছে। শেখ হাসিনা দেশত্যাগের পর নারায়ণগঞ্জের সাবেক মন্ত্রী, হুইপ, এমপি, জেলা-উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পালিয়ে যায়। সিটি কর্পোরেশনের মেয়র নারায়ণগঞ্জে অবস্থানে থাকলেও তাকে অপসারণ করে সরকার। প্রভাবশালী নেতা শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, আনোয়ার হোসেন, আব্দুল হাই, ভিপি বাদল, খোকন সাহার মত সিনিয়র নেতারা আত্মগোপনে চলে গেছেন। রাজধানী শান্তিনগর বাসা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পদধারী ও তাদের বিদ্রোহী নেতাদের দখলবাজি ও চাঁদাবাজিতে খণ্ডিত রূপে রয়েছে। সিদ্ধিরগঞ্জ ইপিজেডের মাল নামানো মারামারি ও মামলার মত ঘটনা ঘটেছে। ফতুল্লা ঝুট নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ। পরিবহনের একটি বাস কাউন্ডার দখল নিয়ে অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষে আলোচনার কমতি নেই। রূপগঞ্জের একটি প্রতিষ্ঠানে বালুর ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপি সেক্রেটারির গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা