আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১২:৪৪

বন্দরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ স্বজনের লাশ কবর থেকে উত্তোলন

ডান্ডিবার্তা | ২৩ অক্টোবর, ২০২৪ | ৯:৪৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) এর লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মো. রাহাত উজ জামানের উপস্থিতিতে প্রায় আড়াই মাস পর বন্দর উপজেলার নবীগঞ্জ বাগ-ই জান্নাত করবস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আবুল হাসান স্বজন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের জাকির হোসেনের ছেলে। লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান। গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র বিক্ষোভে যোগ দেন আবুল হাসান স্বজন। দুপুর দেড়টার দিকে চাষাঢ়ার ল্যাব এইড মোড়ে গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান স্বজন।  পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই  নবীগঞ্জ বাগ-ই জান্নাত করবস্থানে দাফন করা হয়। নিহতের বড় ভাই অনিক বলেন, গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাব এইড হাসপাতালের সামনে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘন্টার অপারেশনের পর পেট থেকে বের করা হয় গুলি। ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যায় স্বজন। মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্তের জন্য আজ স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে পুনরায় দাফন করা হবে।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আবুল হাসান স্বজন সহ নারায়ণগঞ্জের যত শহীদ হয়েছে এই আন্দোলনে, তাদের ন্যায় বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বহু চিহ্নিত হত্যাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্যতম লড়াই। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, ‘মামলার তদন্তের জন্য আজ লাশটি উত্তোলন করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা