ডান্ডিবার্তা রিপোর্ট:
শহরের বিভিন্ন এলাকায় সিটি করপোরেশন যেই পানি সরবরাহ করছে তা পান করার অযোগ্য। মূলত নগরবাসী এই পানি গোসল ও অন্যান্য কাজে ব্যবহার করে। তবে এখন তাও মুশকিল হয়ে পড়ছে। নাসিকের পানি ব্যবহার করেন এমন গ্রাহকদের অভিযোগ, পানির সাথে প্রচুর ময়লা আসে। যার ফলে সেই পানি দিয়ে গোসলও করা যাচ্ছে না। আর যারা করছেন তারা ভুগছেন চর্মরোগে। নাসিকের ১৫নং ওয়ার্ডের বাসিন্দা নিতাইচন্দ্র রায় বলেন, সিটি করপোরেশনের পানির পাইপগুলো মাটির নিচে ফেটে গেছে। তাই পানির সাথে প্রচুর ময়লা আসছে। আমরা সেই পানি দিয়ে গোসল করায় সারা শরীর চুলকানীতে ভরে গেছে। আমাদের প্রতিবেশীদেরও একই অবস্থা। খাবার পানিটা কষ্ট করে সংগ্রহ করি। কিন্তু গোসল করতে আবার নতুন করে পানি কই পাবো বলেন? পানির সাথে বালুর সাথে জীবাণু আসে। এটা যদি বন্ধ না হয় আমরা সামনে বড় ধরনের সংকটের মুখে পড়বো। নাসিকের ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়ার এক নারী বলেন, ঘরের অনেকের চুলকানীর সমস্যা। ডাক্তার বলছে পানির সমস্যা। আমরা তো সিটি করপোরেশনের পানি ব্যবহার করি। এই পানিতে যদি সমস্যা হয় তাহলে তো কিছু করার নাই। মানুষের বাসা থেকে খাওয়ার পানিটা আনা যায় কিন্তু গোসলের পানি তো দিবো না! সময়তে পানি ছাড়লে খালি লাল কালারের পানি আসে। অনেক সময় পোকাও আসে। আমরা তো এই পানি কখনোই খাই না। এখন যা দেখতাছি যে, সামনে গোসলের জন্যও এই পানি ব্যবহার করতে পারমু না। নগরীর ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গুর পর এই হাসপাতালে চর্মরোগে আক্রান্ত রোগীরা বেশি আসছে। প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে ভিড় করছে। এতো সংখ্যক চর্মরোগী সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। ডাক্তাররা জানান, শহরের অধিকাংশ রোগীদের হাত ও পায়ে চুলকানীর সমস্যা হচ্ছে শুধুমাত্র ময়লা পানি দিয়ে গোসল করার জন্য। নারায়ণগঞ্জ শহরে অনেক আগে থেকেই সিটি করপোরেশন ও এর আগে ওয়াসা তাদের গ্রাহকদের খাওয়ার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেনি। বিশেষ করে শহরে প্রতিবছর ডায়রিয়া রোগের যেই প্রকোপ হয় তার জন্য ডাক্তাররা বিশুদ্ধ পানির অভাবকেই দায়ী করেছিলেন। সরেজমিনে ঘুরে নাসিকের শহর কেন্দ্রীক বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান, নাসিকের পানির পাইপ লাইন দিয়ে (সাবেক ওয়াসা) যে পানি আসে তাতে কোনো চাপ থাকে না। এক বালতি পানি ভরতেই অনেক সময় পার হয়ে যায়। একই সাথে এই পানি খাওয়ারও অযোগ্য। নাসিকের ১৪নং ওয়ার্ডের দেওভোগ এলাকার গৃহিণী মোক্তা বেগম বলেন, এই এলাকায় ২৫ বছর ধরে আমার বিয়ে হয়েছে। শুরুতে আমরা ওয়াসার পানি এবং চাপকলের পানি দিয়েই খাওয়াসহ সকল কাজ করতাম। তবে এখন তো চাপকল নাই। আর ওয়াসার পানি দিয়ে কিছুই করা যায় না। বালু, মাটি, পোকা আসে পানির সাথে। কিন্তু প্রতি মাসে আমাদের পানির বিল ঠিক দিতে হয়। পানি এখন আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাসিন্দা হাসান মিয়া বলেন, এই এলাকায় তো সারা বছরই পানির জন্য হাহাকার। পানি অভাব কাকে বলে দেখতে হইলে পাইকপাড়া আসতে হইব। যারা বড়লোক তাদের বাসায় তো সাবমারসিবল আছে। কিন্তু যাদের নাই তারা সকাল বিকাল সময় কইরা পানির জন্য লাইনে দাাঁড়ায়। এই এলাকার ওয়াসার পাম্প আজকে অনেক বছর ধইরা নষ্ট। বিশুদ্ধ পানির জন্য এখানে সবার পেটের সমস্যা লেগেই থাকে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯