ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ে ৫ আগস্টের পর থেকে উপেজলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে টানপাড়া গ্রামের শুকুর আলী ও মাসুদ চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠেছে। শুকুর বাহিনীর অপর সহেযাগী আকতার হোসেন, আলমগীরসহ ৭-৮জনের একটি গ্রুপ এলাকায় চাঁদাবাজী, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) একই এলাকার পেচাইন গ্রামের সোলাইমান নামক তালতলা স্টেশনের এক চা বিক্রেতার কাছ থেকে নগদ এক লাখ টাকা চাঁদা দাবী করে শুকুর বাহিনী। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি করায় চায়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। এ বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছে। শুকুর আলী ও তার ছেলে মাসুদ বাহিনীর কাছ থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী। এ ব্যাপারে চা বিক্রেতা সোলাইমান বলেন, তালতলা স্টেশন এলাকায় দোকান চালাতে হলে শুকুর বাহিনীতে ১ লাখ টাকা চাঁদা দিতে হবে হুমকি দেয়। অন্যথায় দোকানে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হবে বলে জানান। সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাই নেই। চাঁদাবাজির বিষয়টি দলীয় নেতাকর্মীরা তাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবো। ঘটনা সঠিক প্রমানিত হলে শুকুর আলীসহ তাদেরকে দল থেকে বহিস্কার ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯