আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১:১৪

বিএনপি নেতা আসলাম ও আ’লীগ নেতা স্বপনের চাঁদাবাজি, মামলাবাজি এলাকাবাসীর ক্ষোভ

ডান্ডিবার্তা | ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:৩৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে  বিএনপি ও ছাত্র-জনতার নাম ভাঙ্গিয়ে এখনো চাঁদাবাজি করে যাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুদিন ঘাপটি মেরে  থাকলে বর্তমানে তারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এমনই নাসিক ৬নং ওয়ার্ডের আতঙ্কের আরেক নাম কতিথ শ্রমিকদল নেতা মোঃ আসলাম ও তার ভাই শামীম ওসমানের ক্যাডার আওয়ামীলীগ নেতা স্বপন মন্ডল । গত ৫ আগস্টের পর থেকেই চলছে তাদের দুই ভাইয়ের চাদাঁবাজি , দখলবাজি ও মামলাবাজি। তাদের কথা কেউ না শুনলেই তাদের নামে দেয়া হচ্ছে মামলা।  জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই এলাকায় তান্ডব শুরু করেছে অত্র এলাকার কতিথ শ্রমিকদল নেতা মোঃ আসলাম ও তার শামীম ওসমানের ক্যাডার আওয়ামীলীগ নেতা ভাই স্বপন মন্ডল। আ’লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মুখোশ পাল্টিয়ে বিএনপির এ নেতার সাথে একযোগে চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে  স্বপন মন্ডল। মামলা থেকে নিজেকে বাঁচাতে এবং দখলদারিত্ব বজায় রাখতেই তার এই সক্ষতা বলে জানায় তৃণমূল বিএনপি। ক্ষোভ প্রকাশ করে তৃণমূল বিএনপির একাধিক কর্মী জানায়, প্রায় ১৭ বছর ধরে আমরা আওয়ামীলীগ সরকারের মামলা হামলা নির্যাতন সহ্য করেছি। কিন্তু গত ৫ আগস্টের পর থেকেই এলাকায় আসলাম ও তার ভাই স্বপন মন্ডল ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। এসও ও বার্মাশীল এলাকার পদ্মা ও মেঘনা ডিপো দখলসহ যারা এলাকায় রাজনীতি না করে এমন ব্যাবসায়ীদের কাছ থেকে চাদাঁবাজি করছে যারা তাদের কথা মতো চাদাঁ দিচ্ছেনা তাদের বিরুদ্ধে অহেতুক মামলা দিয়ে হয়রানি করার ও অভিযোগ রয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে।  এলাকায় শুরু করেছে দখলদারিত্বের রাজত্ব। সরকার পতনের পর তাদের নির্যাতনে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, ৫ই আগস্টের পর থেকে অত্র এলাকার প্রতিটি তেলের দোকান থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চাঁদা তুলে। কেউ দিতে বিলম্ব বা অস্বীকৃতি জানালে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে প্রাণনাশের হুমকি ও দোকান উচ্ছেদ করে দেয়। কতিথ বিএনপি নেতা আসলাম ও তার ভাই স্বপন মন্ডল আ’লীগের নেতা হয়েও এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে রেখেছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে মামলা ও তাদেরকে বাড়ি ছাড়া করার হুমকি প্রদান করে। এমনকি ঐ এলাকার কেউ যদি জায়গা ক্রয় কিংবা বিক্রয় করে তাদেরকে চাঁদা দিতে হয়। বিষয়টি নিয়ে এলাকায় আতংক সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী এ কর্মকান্ডে এলাকাবাসী তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। অনুসন্ধানে আরও জানা গেছে, বিএনপি নেতা আসলাম আওয়ামীলীগের সময় কাউন্সিলর মতির সহযোগী হিসেবে  আওয়ামীলীগের আমলেও অত্র এলাকায় ও অর্থ লুটপাট ও চাদাঁবাজিতে লিপ্ত ছিলো। এছাড়া স্বপন মন্ডল রুপগঞ্জের ক্যাসিনো মাষ্টার সেলিমের সহযোগী হিসেবে কাজ করতো। সেলিমের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তার বাসভবনে একাধিকবার সাক্ষাৎ করেন আওয়ামীলীগ নেতা স্বপন মন্ডল। এছাড়াও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পালিত ক্যাডার হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল স্বপন। শামীম ওসমানের বিভিন্ন অনুষ্ঠানে তার গার্ড হিসেবে উপস্থিত থাকতো স্বপন।  এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, নতুন বাংলাদেশে এমন চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের যথাযথ ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তবাদী মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন,  সিদ্ধিরগঞ্জের বিভিন্নস্থানে একটি কুচক্রি মহল বিএনপি’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে বলে জানতে পেরেছি , এসব অপকর্ম বন্ধ না করলে তাদের কঠোর আইনগত ব্যাবস্থা নেয়া হবে। চাঁদাবাজি ও দখলবাজি বিএনপি রাজনীতি না. কেউ করলে কঠোর হস্তে দমন করা হবে । তিনি বলেন রাজনীতি করতে গিয়ে গত ১৭ বছর সাধারন মানুষের ভোটের কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকার আমার নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে,জেল খেটেছি,নির্যাতিত হয়েছি, বাড়ি ঘরে ঘুমাতে পারিনি, বার বার কারা বরণ করতে হয়েছে তবুও নীতি আদর্শ থেকে স্বৈরাচারী সরকার বিচ্যুতি ঘটাতে পারেনি। বিএনপির যত বড়ই নেতা হোকনা কেন দখলবাজি চাঁদাবাজির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা