আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:২২

দখলদারিত্ব থেকে মুক্তির দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২৫ অক্টোবর, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সোনারগাঁয়ে “আল-মোস্তফা গ্রুপের দখলদারিত্ব ও মামলা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে অক্টোবর) জুম’আ নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে পিরোজপুরের আষাড়িয়ারচর এলাকায় আল-মোস্তফা পলিমার গ্রুপ’র গেইটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ভুক্তভোগী জমির মালিক সারোয়ার হোসেন বলেন, আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে মানববন্ধন করছি। সে জায়গাটিও আমার। ভূমিদস্যু আল-মোস্তফা আ’লীগ সরকারের ক্ষমতার জোড় দেখিয়ে আমাদের হুমকি ও মামলা দিয়ে এলাকা থেকে বিতারিত করে রাখে। সে সুযোগে আল মোস্তফার সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে আমার বিগা বিগা জায়গা দখল করে নেয়। সেখানে গাইড ওয়াল দিয়ে গেইট করে তালাবন্ধ করে রেখেছে। এলাকার কেউই তাদের নিজের জায়গায় যেতে পারে না৷ বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেন। অথবা ন্যায্য মূল্য দিয়ে জায়গা ক্রয় করার ব্যবস্থা করে দিন। অন্যথায় আমরা ৫ গ্রামের এলাকাবাসী সম্মিলিত হয়ে আমাদের জায়গা নিজেরাই দখল করে নিবো।   আরেক ভুক্তভোগী আব্দুর রউফ বলেন, ভূমিদস্যু আল-মোস্তফা দীর্ঘদিন যাবত স্বৈরাচারী সরকারের সাথে আতাত করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়ে গাইড ওয়াল দিয়ে রেখেছে৷ আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে তাই আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে চাই।  সরকারের কাছে দাবী আমাদের পাওনা আমাদের বুজিয়ে দেয়ার জন্য সহযোগিতা করেন৷  তাহলে আমরা আমাদের জায়গা নিজেরাই দখলদার আল মোস্তফার রাক্ষুসে থাবা থেকে মুক্তি করে নেবো, ইনশাল্লাহ।  এসময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,  আব্দুল জলিল, ইমতিয়াজ হোসেন, মোক্তারসহ ভুক্তভোগী ব্যক্তিবৃন্দ। মানববন্ধন শেষে পাঁচ গ্রামের এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা