ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজারে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ব্রাহ্মন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিয়ত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, সিরাজুল ইসলাম মিয়া, আহসানুল্লাহ সাধারণ সম্পাদক মোঃ সিরাজ মোল্লা, সহ-সআংগঠনইক সম্পাদক নাইম মিয়া দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম প্রচার সম্পাদক কালাম বক্স কোষাধ্যক্ষ কাজল সাবেক ইউনিয়ন-ছাত্রদলের সভাপতি আল-আমিন আড়াইহাজার বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে বিএনপিতে তারা তাদের কোন স্থান নেই। আমরা আগামী নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাইকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেব।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯