আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | ভোর ৫:৩৭

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন

ডান্ডিবার্তা | ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে মশক নিধন, সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাসব্যাপী কর্মসূচী শুরু করেছে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ গতকাল শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে এই কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন সভাপতিত্ব করেন। সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারেরও বেশী নেতা-কর্মী এই কর্মসূচীতে অংশ নেয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি জনগনের দল। জনগণের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপির জন্ম হয়েছে। তাই জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা অনেক এবং জনগণের প্রত্যাশাও ব্যাপক। দায়বদ্ধতা থেকেই আজকের এই কর্মসূচী শুরু করা হলো। অন্তবর্তী সরকারের উদ্দ্যেশে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগ করেছে। এরমাধ্যমে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলো এই বিপ্লবে অংশ নিয়ে জাতীয়তাবাদী শক্তির বহু মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে। তারেক রহমান বলেছেন, এই সরকারকে আমরা সর্বাত্নক সহযোগিতা করবো এবং যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ ও শুষ্ঠু নির্বাচন দিতে হবে। এরপর একটি সচেতনতামূলক র‌্যালী ওয়ার্ডের নয়াআটি থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানাড়পার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় চারটি ফগার মেশিন দিয়ে মশা মারার ওষুধ ছিটানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা