আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১০:১৭

চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারের ৩য় তলায় সভাটি অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলে, সহ সভাপতি সোহেল আক্তার সোহান, পরিচালক জাকারিয়া ওয়াহিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সেলিম হোসেন, সাইফুল ইসলাম মাসুম প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতিবেদন উত্থাপন ও অনুমোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন ও অনুমোদন করানো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি লিখিত প্রতিবেদন পাঠ করেন। পরে ব্যবসায়ীদের সম্মতিতে এনসিসিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন করা হয়। সভাপতির বক্তব্যে এনসিসিআই সভাপতি মাসুদুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাখতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দুর্নীতি বরদাস্ত করবো না। তিনি বলেন, আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কীনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যাবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি। তিনি আরও বলেন, আপনার সংগঠন আপনারাই রক্ষা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা