আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জে সাদাছড়ি বিতরণ

ডান্ডিবার্তা | ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

“হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে সাদাছড়ি, নগদ অর্থ ও রান্না করা সুষম খাবার বিতরণ করা হয়। ২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদরের ইসদাইর বাজার সংলগ্ন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার অর্থায়নে ও পরিচালনায় অনুষ্ঠানটি বিশিষ্ট সমাজসেবক আয়শা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব  মোঃ ইউসুফ আলী হাওলাদার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাসুদুর রহমান এবং সাদাছড়ি বিষয় নিয়ে আলোকপাত করেন সাধারণ সদস্য শফিকুল ইসলাম। বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন, আজকে যে সাদাছড়ি বিতরণ করা হচ্ছে তা সম্পূর্ণ আমার ভাতার টাকা দিয়ে।আমি বিভিন্ন সময় যে ভাতা পেতাম, সে ভাতা দিয়ে এই সাদাছড়ি বানানো হয়েছে। সাদাছড়ির গায়ে আমার নামও লেখা আছে। আমি দেখেছি একটা সাদাছড়ি বানাতে অনেক টাকা খরচ হয়। আপনাদের উৎসাহে আমি নিজ দায়িত্বে এই সাদাছড়ি বানিয়েছি। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে প্রতিবন্ধী সংগঠনগুলো পিঁছিয়ে পড়ার অন্যতম কারন হচ্ছে সংগঠনগুলোর মধ্যে ঐক্যতা নেই এর প্রধান কারন হচ্ছে শিক্ষা ও সচেতনতার অভাব। এর কারনে ভালো কোন সংগঠনও গড়ে উঠতে পারছে না। অশিক্ষার কারনে আমরা নিজেরা একে অপরকে পিছিয়ে রাখি এবং একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুঁড়ি করি। আমরা যদি এক সাথে মিলে থাকি ঐক্যের মধ্যে থাকি তাহলে আমাদের উন্নয়ন করা সম্ভব এবং সকল সুযোগ সুবিধা পেতে পারি।মনের বল সবচেয়ে বড় বল। যদি আমরা মনোবল দিয়ে চেষ্টা করি তাহলে সব কিছুই সম্ভব আমাদের প্রতিবন্ধীদের জন্য। আমাদের বর্তমান ড.ইউনুসের অন্তর্র্বতীকালীন সরকারকেও ধন্যবাদ তাদের দূরদর্শিতায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকলকেও ধন্যবাদ যাদের আত্মত্যাগে আজকের এই বাংলাদেশ। আমাদের বিশ্বাস আমাদের অন্তর্র্বতীকালীন সরকারও আমাদের প্রতিবন্ধীদের দিকে একটু সুদৃষ্টি দিবেন এবং আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন। সভাপতির বক্তব্যে আয়শা আক্তার বলেন, আপনাদের সকল সুবিধা অসুবিধার ভাগিদার হতে চাই। যেকোন সময় আপনেরা আমার সাথে যোগাযোগ করবেন আমি সব সময় আপনাদের পাশে থেকে আপনার জন্য কাজ করতে চাই। বক্তব্য শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, নগদ অর্থ ও রান্না করা সুষম খাবার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তিতুমীর, আব্দুস সাত্তার, ফারুক হোসেন, সাধারণ সদস্য হালিমা বেগম, আজিম উদ্দিন, সোবহান, সুমন মিয়া, ইব্রাহিম মাঝি,মোঃ বশির, মহাসচিবের সহধর্মিণী রেনু বেগম, নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা