আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১০:১১

ফতুল্লায় ছাত্রদল নেতাকে পিটিয়েছে যুবলীগ নেতা

ডান্ডিবার্তা | ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ফতুল্লায় যুবলীগ নেতার বিরুদ্ধে মো. রাসেল গাজী (২৬) নামের এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে ভুক্তভোগী বাদী হয়ে বিল্লাল (৩৮) নামের ওই যুবলীগ নেতার বিরুদ্ধে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত রেখে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পলায়নের পর থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পদ প্রত্যাশী সাজ্জাদ আলম নিলয়ের নির্দেশনায় কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভুক্তভোগী মো. রাসেল গাজী ও একই ওয়ার্ড শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় কাজ করে যাচ্ছিলেন। সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী কর্মকান্ড করায় তার এলাকার আওয়ামীলীগ নেতা ও বৈষম্য বিবোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি আব্দুর রহিমের মেয়ের জামাই অভিযুক্ত যুবলীগ নেতা বিল্লাল ক্ষোভ প্রকাশ করে ঝামেলা করে আসছিল। পরে একপর্যায়ে ২৫ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্যে বেলা অনুমানিক ১ টার পর ফতুল্লা মডেল থানার রঘুনাথপুর দারুসুন্নাহ মাদ্রাসা মসজিদে গেলে ভুক্তভোগী ও তার সহযোদ্ধা আল আমিনকে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত বিল্লাল ও তার ২০-২৫ জন অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসী কায়দায় মসজিদের ভেতরে প্রবেশ করে শত শত মুসল্লিদের সামনে অতর্কিতভাবে আক্রমন করে আহত করেন। তখন উপস্থিত মুসল্লিরা প্রতিরোধ করলে ভুক্তভোগীদের হুমকি ধামকি দিয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। তথ্য নিয়ে জানা গেছে, অভিযুক্ত যুবলীগ নেতা বিল্লাল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা শাহ নিজামের ঘনিষ্ঠ কর্মী। সে শাহ নিজামের ছত্রছায়ায় থেকে ছাত্রজনতার উপর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে হামলা চালিয়েছিল। আওয়ামীলীগ নেতারা আত্মগোপনে চলে গেলেও অদৃশ্য ক্ষমতা বলে নির্বিঘ্নে চলাফেরা করছে এই যুবলীগ নেতা। এ বিষয়ে অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, অভিযোগটি আমার নামে দিয়েছে যে সেটা আমি মাত্র শুনলাম। আমি আপাতত বাহিরে ডিউটিতে আছি। থানায় গিয়ে অভিযোগপত্র দেখি। এরপর অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা