ডান্ডিবার্তা রিপোর্ট:
ফতুল্লায় যুবলীগ নেতার বিরুদ্ধে মো. রাসেল গাজী (২৬) নামের এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে ভুক্তভোগী বাদী হয়ে বিল্লাল (৩৮) নামের ওই যুবলীগ নেতার বিরুদ্ধে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত রেখে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পলায়নের পর থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পদ প্রত্যাশী সাজ্জাদ আলম নিলয়ের নির্দেশনায় কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভুক্তভোগী মো. রাসেল গাজী ও একই ওয়ার্ড শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় কাজ করে যাচ্ছিলেন। সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী কর্মকান্ড করায় তার এলাকার আওয়ামীলীগ নেতা ও বৈষম্য বিবোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি আব্দুর রহিমের মেয়ের জামাই অভিযুক্ত যুবলীগ নেতা বিল্লাল ক্ষোভ প্রকাশ করে ঝামেলা করে আসছিল। পরে একপর্যায়ে ২৫ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্যে বেলা অনুমানিক ১ টার পর ফতুল্লা মডেল থানার রঘুনাথপুর দারুসুন্নাহ মাদ্রাসা মসজিদে গেলে ভুক্তভোগী ও তার সহযোদ্ধা আল আমিনকে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত বিল্লাল ও তার ২০-২৫ জন অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসী কায়দায় মসজিদের ভেতরে প্রবেশ করে শত শত মুসল্লিদের সামনে অতর্কিতভাবে আক্রমন করে আহত করেন। তখন উপস্থিত মুসল্লিরা প্রতিরোধ করলে ভুক্তভোগীদের হুমকি ধামকি দিয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। তথ্য নিয়ে জানা গেছে, অভিযুক্ত যুবলীগ নেতা বিল্লাল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা শাহ নিজামের ঘনিষ্ঠ কর্মী। সে শাহ নিজামের ছত্রছায়ায় থেকে ছাত্রজনতার উপর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে হামলা চালিয়েছিল। আওয়ামীলীগ নেতারা আত্মগোপনে চলে গেলেও অদৃশ্য ক্ষমতা বলে নির্বিঘ্নে চলাফেরা করছে এই যুবলীগ নেতা। এ বিষয়ে অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, অভিযোগটি আমার নামে দিয়েছে যে সেটা আমি মাত্র শুনলাম। আমি আপাতত বাহিরে ডিউটিতে আছি। থানায় গিয়ে অভিযোগপত্র দেখি। এরপর অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯