ডান্ডিবার্তা রিপোর্ট:
সম্প্রতি জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা বিষয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনে গতকাল ২৫অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশে দীর্ঘদিনের চলমান ফ্যাসিবাদী সংস্কৃতির উৎস ও তার বাস্তব ভিত্তি নিয়ে আলোচনা করা হয়। এ পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পথ ও করনীয় প্রসঙ্গে আলোচনা করা হয়। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি দীপংকর গৌতম ও উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। এরপর অতিথি আলোচক দীপংকর গৌতম ও জামসেদ আনোয়ার তপন মূল বিষয় নিয়ে আলোচনা করেন। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, শ,ম, কামাল হোসেন, রঘু অভিজিৎ রায়, দীপঙ্কর দে, রাজলক্ষ্মী, জহিরুল ইসলাম মিন্টু, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, দীপক ভৌমিক, তিথি সুবর্ণা, মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল, হাফিজুল হক, হানিফুল কবির, খান মাহমুদ প্রমূখ। আলোচকগণ বলেন, আমাদের সমাজে এবং সাংস্কৃতিক জীবনে দীর্ঘদিন যাবত একটা ফ্যাসিবাদী প্রবনতা বিকশিত হয়ে আসছিল। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও কর্পোরেট পুঁজির অবাধ এবং একচেটিয়া লুটপাটের কারণে সমাজের চিন্তা, দর্শণ ও সংস্কৃতিতে গণতন্ত্রের বিপরিতে একটা স্বৈরতান্ত্রিক সংস্কৃতি বেড়ে উঠেছে। গত ৫৩ বছর ধরে ক্রমান্বয়ে এই ধারা বিকশিত হয়েছে। তবে শেখ হাসিনা সরকারের শেষের দশ বছরে এদেশের জনগণ এই ফ্যাসিবাদী সংস্কৃতির পূর্ণ প্রকাশ দেখতে পেয়েছে। অন্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সাম্প্রদায়িক দর্শণকে ব্যবহার করে গণতন্ত্রের বিপরিতে শেখ হাসিনা সরকার সমাজ জীবনে এই ফ্যাসিবাদী সংস্কৃতি নিয়ে এসেছিল। গণতন্ত্রকে মুছে দিয়ে একটা রাজনৈতিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই ফ্যাসিবাদী রাজনীতির পরিনতিতে গড়ে উঠেছে (সমাজে) ফ্যাসিবাদী সংস্কৃতি। এই স্বৈরতন্ত্র, লুটপাট ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তবে সমাজ ও সংস্কৃতিতে ফ্যাসিবাদ রয়ে গেছে। মানুষের চিন্তা ও সংস্কৃতিতে যে ফ্যাসিবাদ রয়ে গেছে তার বিরুদ্ধে একটা দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। সে আন্দোলন গড়ে তোলার প্রয়োজনে দেশের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো ও সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানাচ্ছি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯