ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় একটি বাসা বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটে। আশপাশের লোকজন রাতেই দগ্ধদেরকে উদ্ধার করে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করে। উপজেলার ডহরগাঁও এলাকার মোঘল মিয়া জানান, রাত ১০টার দিকে স্থাণীয় ফকির ফ্যাশন নামক পোশাক কারখানা থেকে কাজ শেষে বাসায় ফিরে সেলিনা বেগম (৩৭), মো. বাবুল মিয়া (৪৭), মুন্নি আক্তার (২২), সোহেল মিয়া (২৫), তাসলিমা আক্তার (১২) ও ইসমাইল মিয়া (১৮)। তারা সবাই একই রুমে থাকতেন। ঘরের মধ্যে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হন সবাই। তিতাসের লাইন গ্যাস লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল বলে এলাকাবাসী ধারণা করছেন। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে ৬ জনই দগ্ধ হন। ডহরগাঁও এলাকার বাদল ভুঁইয়া জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পাশের ঘরে হঠাৎ চিৎকার শুনে এগিয়ে যাই। তখন ঘরের মেঝেতে পড়ে থাকাবস্থায় দগ্ধদের উদ্ধার করি। পরে দগ্ধদের এম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করি।বার্ণ ইনস্টিটিউটের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।৬ জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আহমেদ বলেন, গ্যাসের আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ২ বছরে ডহরগাঁও গ্রামে গ্যাসের লিকেজে বিস্ফোরণ ঘটে ৩টি ঘটনায় অন্তত ২৩জন আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯