আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৭:১৩

বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

ডান্ডিবার্তা | ২৭ অক্টোবর, ২০২৪ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: দেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন ২০২৪  রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।  ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

ভোটগ্রহন প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে বলেন, ‘বাফুফে নির্বাচনে মোট ১২৮টি ভোট পড়েছে। ৫ জন ভোট দিতে আসেননি। এই ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়েছেন তাবিথ আউয়াল। জনাব মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। ১২৩ ভোট পাওয়া জনাব তাবিথ আউয়াল ২০২৪ ও ২০২৮ মেয়াদের জন্য বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন’।

বাফুফেতে এর আগে দুইবার সহ-সভাপতি পদে ছিলেন তাবিথ আউয়াল। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত টানা দুবার নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি। ২০২০ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে অবশ্য হেরে যান এই ক্রীড়া সংগঠক। এবার আর হারের বেদনায় পুড়তে হয়নি তাকে। নিরঙ্কুশ ব্যবধানে জিতে দেশের ফুটবলের সর্বোচ্চ পদে বসেছেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা