ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকের জন্ম নিবন্ধন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার ওয়ার্ড থেকে রোহিঙ্গা নাগরিকের জন্ম নিবন্ধন করা হয়েছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে রেজিস্টার জেনারেলের কার্যালয়। রিয়াদ ছাড়াও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারী শাহাদাত হোসেন সুমন, যিনি নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধেও জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত ২১ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, একটি ওয়ার্ডে জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় নিবন্ধক হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড থেকে মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) অবৈধ উপায়ে জন্ম নিবন্ধন প্রদান করা হয়েছে। বেআইনিভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে দিয়ে রোহিঙ্গার জন্ম নিবন্ধন সম্পন্ন করায় তদন্ত করেছে রেজিস্টার জেনারেলের কার্যালয়। তদন্তে এই বিষয়ে প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযুক্ত সাবেক কাউন্সিলর (নিবন্ধক) মো. রিয়াদ হাসান এবং নিবন্ধন সহকারী মো. শাহাদাৎ হোসেন সুমন (স্বাস্থ্য সহকারী) এর বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ধারা ২১(৩) ও ধারা ২২ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দেয় মন্ত্রণালয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের ২১(৩) ধারা অনুযায়ী অভিযুক্তরা ৫ হাজার জরিমানা অথবা ১ বছর বিনাশ্রম কারাদণ্ড কিংবা উভয়দন্ডে দন্ডিত হবেন, যদি না তারা প্রমাণ করতে সক্ষম হন যে, এই কার্যক্রম তাদের অজ্ঞাতসারে হয়েছে কিংবা তারা এই কার্যক্রম ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। একই আইনের ২২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও হতে পারে। এই বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেন ও অভিযুক্ত ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানকে একাধিক বার ফোন দিলেও ফোন না ধরায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯