আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১২:২০

রোহিঙ্গাদের জন্মসনদ দেয় রিয়াদ

ডান্ডিবার্তা | ২৭ অক্টোবর, ২০২৪ | ৯:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকের জন্ম নিবন্ধন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার ওয়ার্ড থেকে রোহিঙ্গা নাগরিকের জন্ম নিবন্ধন করা হয়েছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে রেজিস্টার জেনারেলের কার্যালয়। রিয়াদ ছাড়াও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারী শাহাদাত হোসেন সুমন, যিনি নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধেও জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত ২১ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, একটি ওয়ার্ডে জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় নিবন্ধক হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড থেকে মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) অবৈধ উপায়ে জন্ম নিবন্ধন প্রদান করা হয়েছে। বেআইনিভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে দিয়ে রোহিঙ্গার জন্ম নিবন্ধন সম্পন্ন করায় তদন্ত করেছে রেজিস্টার জেনারেলের কার্যালয়। তদন্তে এই বিষয়ে প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযুক্ত সাবেক কাউন্সিলর (নিবন্ধক) মো. রিয়াদ হাসান এবং নিবন্ধন সহকারী মো. শাহাদাৎ হোসেন সুমন (স্বাস্থ্য সহকারী) এর বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ধারা ২১(৩) ও ধারা ২২ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দেয় মন্ত্রণালয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের ২১(৩) ধারা অনুযায়ী অভিযুক্তরা ৫ হাজার জরিমানা অথবা ১ বছর বিনাশ্রম কারাদণ্ড কিংবা উভয়দন্ডে দন্ডিত হবেন, যদি না তারা প্রমাণ করতে সক্ষম হন যে, এই কার্যক্রম তাদের অজ্ঞাতসারে হয়েছে কিংবা তারা এই কার্যক্রম ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। একই আইনের ২২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও হতে পারে। এই বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেন ও অভিযুক্ত ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানকে একাধিক বার ফোন দিলেও ফোন না ধরায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা