ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত জজ কোর্টে জামিন নিতে এসে নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের তিন কর্মচারি সহ ভূমিদস্যু মিজান ও তার বাবা হযরত আলিকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। ২৭ অক্টোবর রবিবারে জজ কোর্টে আসামিরা জামিন নিতে আসলে আসামিদের জামির নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। মামলা সূত্রে জানা যায় প্রায় দেড় কোটি টাকা জমির জাল দলিল তৈরি করে ১৯৭৬ সালে গুলবদন নেছা কাছে বন্দর থানার হযরত আলী ৩০ শতাংশ জমি ত্রুয় করেন। দুই বছর পর ১৯৭৮ সালে গুলবদন নেছার ওই জমি দুখাই মিয়ার কাছে বিক্রি করেন। দুখাই মিয়া মারা গেলে তার পরিবারের সদস্যরা ওই জমি ভোগ দখল করে আসছে ২০২২ইং সালে হযরত আলী ও তার ছেলে মিজানুর রহমান এবং স্থানীয় রুবেল আলামিন ও এসহাক মিয়া সহ অনেকেই প্রচার করেন ওই জমির মালিক দুখাই মিয়া বা তার পরিবারের সদস্যরা নন দুখাইর ছেলে নূর হোসেন জমি দখল করে আছে। একপর্যায়ে নূর হোসেনকে ভয়-ভীতি দেখানো হয় জমিটি দখল করে আছে। ভুক্তভোগী নূর হোসেন নারায়ণগঞ্জ কোর্টে সিআর মামলা নং ৫৯২৪- দায়ের করলে তদন্ত দায়িত্ব দেয়া হয় সিআইডি কে সিআইডি সূত্রে জানা গেছে ১৯৭৬ সালে গুলবদন নেছার কাছে গুলবদন ৩০শতাংশ জমি বিক্রয় করেন পর ১৯৭৮ সালে গুলবদন নেছা ওই জমি দুখাই মিয়ার কাছে বিক্রি করেন। দুখাই মিয়া মারা গেলে তার পরিবারের সদস্যরা ওই জমি ভোগ করে দখল করে আসছেন কিন্ত বন্দর উপজেলার হযরত আলির ছেলে ভূমিদস্যু মিজান নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের দুর্নীতিবাজ তিন কর্মচারী সহায়তায় টাকার বিনিময়ে জমির দাগ নাম্বার মুছে নকল দাগ নাম্বার তৈরি করে। সিআইডি পুলিশের প্রতিবেদন দাখিলের পর বিজ্ঞ আদালত।
মিজানুর রহমান(৫২), হযরত আলি (৭২) , জামান মিয়া, তল্লাশি কারক, সদর রেকর্ড রুম।
নুরে আলম, নকল নবিশ, নকল কারক, সদর রেকর্ড রুম। নারায়ণগঞ্জ ঝর্না, নকল নবিশ, নকলের পাঠক, সদর রেকর্ড রুম, নারায়ণগঞ্জ। আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯