ডান্ডিবার্তা রিপোর্ট:
পণ্য নয় শুধু টিসিবির কার্ড কিনতে হচ্ছে ৫০ থেকে ১০০টাকায়। এমনই গুরুতর অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায়। সম্প্রতি সরেজমিনে পরিদর্শণে গেলে ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় দেখা যায় এমন চিত্র। বেলা ১২টায় গণমাধ্যমের একটি টিম সেখানে গেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিসিবির পণ্যের জন্য দেয়া কার্ড কতিপয় ব্যক্তিকে ৫০ থেকে ১০০টাকায় বিক্রি করতে দেখা যায়। কার্ড নিতে আসা অসহায়দের কাছ থেকে জানাতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনৈক নারী জানান, টিসিবির কার্ড নিতে ৫০ টাকা দিতে হয়। নইলে তারা কার্ড দেয় না। যেই মুহুর্তে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে দেশের মানুষ টিসিবির পণ্যের উপর নির্ভরশীল ঠিক সেই মুহুর্তে পণ্যতো দূরের কথা এক শ্রেণীর সুবিধাবাদী ব্যক্তি টিসিবি’র পণ্যের কার্ড বিক্রি করছে খেটে খাওয়া মানুষের কাছে। অপরাপর বৃদ্ধ জানান, সরকার টিসিবির পণ্য বিক্রি করছে আমাদের মতো দরিদ্র মানুষের দৈনন্দিন দিনাতিপাতের সুবিধার জন্য কিন্তু এরা অসহায় মানুষের দুর্বলতার সুযোগে তাদের প্রতি অবিচার চালাচ্ছে। বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তদন্তপূর্বক কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা উচিত। এ ব্যাপারে টিসিবি’র পণ্য বিতরণকারী সিহাবের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, কার্ড ৫০ টাকায় বিক্রি হয়, ১০০ টাকায় নয়। ৫০ টাকায় বিক্রি হয় এ কারণে,এটি ছাপাতে খরচ হয়,অফিস ভাড়া আছে আনুষাঙ্গিক অনেক খরচ আছে। তবে টিসিবি’র কার্ড বাবদ টাকা নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোন প্রকান অনুমোদন আছে কি না জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। অপরদিকে এ বিষয়ে টিসিবি’র পণ্য বিতরণের দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯