আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | বিকাল ৫:৫৩

ক্ষমতায় যাওয়ার আগেই সকল সেক্টর দখল

ডান্ডিবার্তা | ২৭ অক্টোবর, ২০২৪ | ৯:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫ মিনিট সময়ের মধ্যে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে সকল নেতাকর্মীদের ফেলে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায়। অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন নোবেল পুরস্কার প্রাপ্ত ড. ইউনুস। সেই আন্দোলনকে পূজি করে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। সরকার পতনের পর প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে একপ্রকার ক্ষমতাবানই ভাবছেন। এদিকে বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা ক্ষমতার মসনদে আরোহন না করতেই ভাগবাটোয়ারা করতে ব্যস্ত। গার্মেন্টস সেক্টর, ঘাট এলাকা, হোসিয়ারী শিল্প, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, বাজার, আড়ৎ সহ এমন কোন খাত নেই যেখানে তাদের হস্তক্ষেপ নেই। এর মধ্যে বাস সেক্টর নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষমতায় যাওয়ার পূর্বেই তারা দখল করে নিয়েছে সকল সেক্টর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সিনিয়র নেতৃবৃন্দের কোন কমান্ডই মানছেনা। তারা নিজেদেরকে একে অপরের থেকে বেশী ক্ষমতাশীল দেখাতে ব্যস্ত। আর এতে করে অনেক সিনিয়র নেতৃবৃন্দ কোন ঠাসা হয়ে আছে। অপরদিকে নারায়ণগঞ্জের সাবেক শহর ছাত্রদলের সভাপতি জাকির খানের কর্মীরাও বসে নেই। জাকির খানের মুক্তির দাবীতে বিভিন্ন সময় তারা শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করছে। জাকির খানকে কেন্দ্র করে তারা বিভিন্ন সেক্টর দখলের পায়তারা সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা ৫ আগষ্টের পূর্বে দলকে সংগঠিত করার লক্ষ্যে কাজ করলেও এখন আর তারা দল নিয়ে ভাবছেনা। তারা নিজেদের আখেড় গোছাতে ব্যস্ত। অথচ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের তৃণমূল হতে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত দেশের মানুষের কল্যানার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন। যাতে করে আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করতে পারে। কিন্তু সার্বিক পরিস্থিত লক্ষ্য করলে দেখা যায়, নারায়ণগঞ্জ বিএনপি একটি হযবরল অবস্থায় রয়েছে। তাই দলটির সিনিয়র নেতৃবৃন্দ মনে করছেন, প্রতিটি নেতাকর্মীর উচিত নিজেদের আখেড় গোছাতে ব্যস্ত না হয়ে দলের স্বার্থে কাজ করা। যাতে করে আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা