ডান্ডিবার্তা রিপোর্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁয়ে গুলিবিদ্ধ হয়ে জনি (১৭) নামের এক কিশোরের হত্যার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) এক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।আটককৃতরা হলেন, উপজেলার মাঝেরচর এলাকার মৃত হাসান আলীর ছেলে ও জামপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার খন্দকার (খন্দকার গজ নবী) (৪২), একই উপজেলার মহজমপুর কাজীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ও জামপুর ইউপি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৩০) পুলিশ জানায়, ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগায়েঁর কাচপুর সাকিন এলাকায় অবস্থান নেয়। এ সময় মামলার বাদীর ছেলে ভিকটিম জনিও একই এলাকায় আন্দোলনরত অবস্থায় ছিলো। সেদিন বিকেল পাঁচটায় আসামি পক্ষের ছোঁড়া ২ টি গুলি জনির পিঠে লাগে। এর মধ্যে একটি গুলি নিহতের পিঠে ঢুকে বুক চিরে সামনে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ জনি রাস্তায় লুটে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আটককৃত নীহার খন্দকার এই মামলার এজাহার নামীয় ১৭২ নং আসামি ও জাহিদুল ইসলাম এ ঘটনার জড়িত সন্দিদ্ধ আসামি। ঘটনার সময় দুজনেই ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা যায়। পুলিশ আরও জানায়, এছাড়াও একই দিন অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত মোট ৪ জনকেই আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯