ডান্ডিবার্তা রিপোর্ট:
শহরের ১নং রেলগেট এলাকায় অবস্থিত বন্ধু পরিবহনের কাউন্টারে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই পরিবহনের মালিক সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম। ২৫ আগষ্ট শুক্রবার দিবাগত রাত ৮ টায় ২ জন যুবকের নেতৃতে দেশীয় অন্ত্র নিয়ে হামলা ও লুটপাট চালানো হয়। বলে অভিযোগ তার। অন্যের আঘাত্ আহত হন কাউন্টারের এক কর্মচারী। এর আগে গত ২২ সেপ্টেম্বর একই ভাবে স্ট্যান্ডে হামলার ঘটনা ঘটে। সেদিন বন্ধন পরিবহনের মালিকানা. নিয়ে বিএনপির দুই গ্রপের দ্বন্দ্রে রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপসহ গুলির ঘটনাও ঘটে। সরকার পতনের পর বাস কোম্পানীর মালিকানা নিয়ে টার্মিনালে এভাবে একের পর এক সংঘর্ষের কারণে এখন সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ও প্রশ্ন উঠছে। পুলিশ বলছে পরিবর্তীত পরিস্থিতিতে বাস টার্মিনালে বিভিন্ন পাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব ঘটনা ঘটছে। জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শুক্রবার আমি জানতে পেরেছি ৭- ৮ জন্য যুবক হামলা করেছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় অভিযোেগও হয়েছে। আসলে পরিবহন সেক্টর নিয়ে সব সময় একটা আধিপত্যের লড়াই চলে। এখানেও সেটা হচ্ছে পরিবর্তীত পরিস্থিতিতে রাজনৈতিক দলের লাোকজন এসে এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। মূলত এটা নিয়েই সংকট। তবে এখন সবকিছু আমাদের কন্রোলে আছে। ২৫ অক্টোবর শুক্রবার রাতে হামলা বিষয়টি তুলে ধরে বন্ধু পরিবহন মালিক সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, অনেক আগে বন্ধ হয়ে যাওয়া এই রুটের একটি পরিবহন অছে। যার বয়সসীমা ত্রিশ বছরের উপরে। সে এমনিতেই বিলুপ্ত হয়ে গেছে। সেই পরিবহনের কথিত কর্ণধার নসিব পরিবহন নামে একটি নতুন পরিবহন চালানাের জন্য হুমকি ধামকি দিয় আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে আমরা যখন নামাজ পড়তে যাই তখন আল-আমীন, মুরাদ, আসলাম, তোফাজ্জল এদের নেতৃত্বে ১০ থেকে ১২ এসে চাপাতি ও ধারালাে অন্ত্র দিয়ে আমার কাউন্টারের কর্মচারীদের কুপিয়ে রক্তাক্ত যখম করে। ওর হাতের রগ কেটে যায়। যারা এই কাজ করেছে তারা সদর থানার এক দারােগার সাথে ঘােরাফেরা করে এবং তাদের মাধ্যমে এই কাউন্টার উচ্ছেদের হুমকি ধামকি দেয়। তবে নসিব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মির্জা বলেছেন, বন্ধ পরিবহন কাউন্টারে কোান ঘটনা ঘটেনি। আর ওই রাতে আমরা কেউ কেন্দ্রীয় বাস টার্মিনালে যায়নি। ওরা মিথ্যা ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আবারো নসিব পরিবহনকে সরিয়ে দেয়ার নাটক সাজিয়েছে। প্রয়োজনে আমার বাসায় সিসিট্রিভি
ফুটেজ দেখন, আমি বাসায় ছিলাম, বাসা থেকে বের হয়নি। আমাদের কান পরিচালক বা লােক ওখানে ছিলাম না। ওরা ঘটিয়ে আমরা যেন নসিব পরিবহন কাউন্টার দাবি না করতে পারি, সেটা পরিকল্পনা করেছে। বাস স্ট্যান্ডে আমাদের কেউ দেখছে বলে বা কোন ভিডিও ফুটেজ দেখাতে পারে তাহলে প্রশাসন যে বিচার করবে আমরা মেনে নিব। আমেরা নসিব পরিবহন যেন ন্যায় বিচার থেকে বঞ্চত না হয়। গত ১৭টি বছর ধরে ন্যায় বিচারের চারদিক ঘুরপাক খাচ্ছি। এদিকে গত ২২ তারিখে বন্ধন পরিবহনের মালিকানা নিয়ে সংঘ্ষ হয় কারাগারে আটক সাবেক ছাত্রদল নেতা জাকির খান ও র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের অনুসারীদের সঙ্গে। হামলার দিন বাস টার্মিনাল ও এর আশপাশে শতশত সাধারণ মানুষের উপপ্থাত ছিলো। তাদের সামনেই দেশীয় অস্ত্রের মহড়া ও নর অনসারীরা। সেদিন দৌড় পালাতে গিয়ে অসংখ্যে মানুষ আহত হয়েছিলো।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯